কোচবিহার, 4 এপ্রিল : দিনহাটায় বিজেপি প্রার্থী অমিত সরকারের মুত্যু ঘিরে কম চর্চা হয়নি ৷ তারই মাঝে সামনে এল দিনহাটার দুই বিরুদ্ধ প্রার্থীর হোয়াটস্অ্যাপ চ্যাট ৷ যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে ৷
শনিবার রাতে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক দুজনেই তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে বিরুদ্ধ প্রার্থীর কথোপকথন পোস্ট করেছেন। সামনে এসেছে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ৷ সেখানে দেখা যাচ্ছে নিশীথ প্রামানিক হোয়াটসঅ্যাপে কাউকে নির্দেশ দিচ্ছেন বিজেপি নেতা অমিত সরকারকে সরিয়ে দেওয়ার। কিছুক্ষণের মধ্যে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক পাল্টা পোস্ট দেন ৷ যেখানে দেখা যাচ্ছে উদয়ন গুহ তাঁর অনুগামী জয় ঘোষকে নির্দেশ দিচ্ছেন বিজেপি নেতা অমিত সরকারকে সরিয়ে দেওয়ার। চ্যাট প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় সাড়া পড়েছে ৷ রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷
উল্লেখ্য, বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত 24 মার্চ। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা শহর। বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূল নেতা উদয়ন গুহের নির্দেশে ওই বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনার তদন্ত করতে কোচবিহারে আসেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি প্রাথমিকভাবে কমিশনকে রিপোর্ট দিয়েছেন যে বিজেপি নেতা আত্মহত্যা করেছেন। তারপর বিরোধী দলের দুই প্রার্থীর চ্যাট প্রকাশ্যে আসতে ফের নিহত বিজেপি কর্মীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷
যদিও এই দুই কথোপকথন আদৌ কতটা সত্য তা যাচাই করেনি ইটিভি ভারত।