ETV Bharat / state

ভোটের মুখে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি - tapan dam

ভোটের ন'দিন আগে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা মেখলিগঞ্জের দাপুটে নেতা তপন কুমার দাম । সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিলেন । ভোটের মুখে তপন বাবুর এই দল পরিবর্তন কি আদৌ প্রভাব ফেলবে কোচবিহারের ভোটে ? কি বলছেন দলের বাকি নেতারা ?

ভোটের মুখে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি
ভোটের মুখে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি
author img

By

Published : Apr 1, 2021, 10:48 PM IST

কোচবিহার, 1 এপ্রিল : হাতে আর মাত্র ন'দিন বাকি । তারপরেই চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারে ভোট । এই ভোটের মুখেই দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা মেখলিগঞ্জের দাপুটে নেতা তপন কুমার দাম । দল ছাড়ার আগে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি । বর্তমানে ব্লক সাধারণ সম্পাদকের পদেও ছিলেন তপনবাবু ।

মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী এবং দলের একাংশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দল ও পদ ছাড়ার বিষয়ে জানান তিনি । বিধানসভা নির্বাচনের আগে সাধারণ সম্পাদকের দল ছাড়ার ঘটনায় হতবাক সকলেই । তপনবাবু তাহলে কি এবার বিজেপিতে? প্রশ্ন উঠছে সব মহলে ।

তপন বাবুর সাফ উত্তর, "দল পরিবর্তন করিনি, দল থেকে ইস্তফা দিয়েছি ।" অন্য দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি । তবে অন্য দলে গেলে সংবাদিক বৈঠক করে জানাবেন বলে জানান ।

ভোটের মুখে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি

আরও পড়ুন : আরও একটি আসনে প্রার্থী হবেন মমতা, দাবি করলেন মোদি

এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় রায় জানান, মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ব্যাপক ভোটে জয়ী হবেন । মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন । তবে তৃণমূল ব্লক নেতৃত্ব সহ দলের একাংশের দাবি, তপন কুমার দাম দল ছাড়ায় তৃণমূলের কোনও ক্ষতিই হবে না ।"

প্রসঙ্গত, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন পরেশ চন্দ্র অধিকারী । গত লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হন । এবারের বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করে ।

তপনবাবুর অভিযোগ, "2011 সাল থেকে তৃণমূল করি । 2016 সাল থেকে 2021 পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে দলে । পুরনো কর্মীদের মূল্য নেই দলে । বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকলেও কার্যত বসিয়ে রাখা হয়েছে । 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাংরাবান্ধায় বৈঠক করে সেই সময়ের বামফ্রন্ট প্রার্থী পরেশবাবুকে হারাতে এবং দলীয় প্রার্থী অর্ঘ্য রায় প্রধান কে জয়ী করতে সব রকমের কৌশলের নির্দেশ দেন । কিন্তু সেই পরেশবাবু আজকে তৃণমূলে এসে প্রার্থী হয়েছেন । তাই দিদির কাছ থেকে আমরা সরে গেছি । বামফ্রন্ট থেকে যারা এসেছেন তাদের অধিকারই বেশি দিয়েছেন দিদি ।"

এদিন তপনবাবু বলেন, দল ও পদ ছাড়ার বিষয়ে তিনি কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতীম রায়কে সব জানিয়েছেন ।

ভোটের মুখে তপন বাবুর এই দল পরিবর্তন কি আদৌ প্রভাব ফেলবে কোচবিহারের ভোটে ? উত্তর মিলবে 2 মে ।

কোচবিহার, 1 এপ্রিল : হাতে আর মাত্র ন'দিন বাকি । তারপরেই চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারে ভোট । এই ভোটের মুখেই দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা মেখলিগঞ্জের দাপুটে নেতা তপন কুমার দাম । দল ছাড়ার আগে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি । বর্তমানে ব্লক সাধারণ সম্পাদকের পদেও ছিলেন তপনবাবু ।

মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী এবং দলের একাংশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দল ও পদ ছাড়ার বিষয়ে জানান তিনি । বিধানসভা নির্বাচনের আগে সাধারণ সম্পাদকের দল ছাড়ার ঘটনায় হতবাক সকলেই । তপনবাবু তাহলে কি এবার বিজেপিতে? প্রশ্ন উঠছে সব মহলে ।

তপন বাবুর সাফ উত্তর, "দল পরিবর্তন করিনি, দল থেকে ইস্তফা দিয়েছি ।" অন্য দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি । তবে অন্য দলে গেলে সংবাদিক বৈঠক করে জানাবেন বলে জানান ।

ভোটের মুখে দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি

আরও পড়ুন : আরও একটি আসনে প্রার্থী হবেন মমতা, দাবি করলেন মোদি

এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় রায় জানান, মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ব্যাপক ভোটে জয়ী হবেন । মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন । তবে তৃণমূল ব্লক নেতৃত্ব সহ দলের একাংশের দাবি, তপন কুমার দাম দল ছাড়ায় তৃণমূলের কোনও ক্ষতিই হবে না ।"

প্রসঙ্গত, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন পরেশ চন্দ্র অধিকারী । গত লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হন । এবারের বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করে ।

তপনবাবুর অভিযোগ, "2011 সাল থেকে তৃণমূল করি । 2016 সাল থেকে 2021 পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে দলে । পুরনো কর্মীদের মূল্য নেই দলে । বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকলেও কার্যত বসিয়ে রাখা হয়েছে । 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাংরাবান্ধায় বৈঠক করে সেই সময়ের বামফ্রন্ট প্রার্থী পরেশবাবুকে হারাতে এবং দলীয় প্রার্থী অর্ঘ্য রায় প্রধান কে জয়ী করতে সব রকমের কৌশলের নির্দেশ দেন । কিন্তু সেই পরেশবাবু আজকে তৃণমূলে এসে প্রার্থী হয়েছেন । তাই দিদির কাছ থেকে আমরা সরে গেছি । বামফ্রন্ট থেকে যারা এসেছেন তাদের অধিকারই বেশি দিয়েছেন দিদি ।"

এদিন তপনবাবু বলেন, দল ও পদ ছাড়ার বিষয়ে তিনি কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতীম রায়কে সব জানিয়েছেন ।

ভোটের মুখে তপন বাবুর এই দল পরিবর্তন কি আদৌ প্রভাব ফেলবে কোচবিহারের ভোটে ? উত্তর মিলবে 2 মে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.