শীতলকুচি, 29 এপ্রিল : চতুর্থ দফার সেই বিভীষিকাময় দিন আজও স্পষ্ট । 10 এপ্রিল ভোট দিতে গিয়ে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের । তোলপাড় হয় রাজ্য-রাজনীতি । ওই বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন । আজ ফের একবার কড়া নিরাপত্তা বলয়ে চলছে ভোটগ্রহণ চলছে শীতলকুচির 5/126 নম্বর বুথে ।
সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া । এই বুথে মোট ভোটার সংখ্যা 966 জন । ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন নজরে আসে । স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে ভোট প্রক্রিয়া চলছে । ফের যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ।
নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু 10 এপ্রিল কেউ প্রতিবেশীকে হারিয়েছে, কেউ স্বজন হারিয়েছে । কোথাও যেন একটা চাপা ব্যথা রয়ে গিয়েছে ।"
আরও পড়ুন : বারুদের স্তুপের উপরই বসে ছিল কোচবিহার
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে আজও উত্তেজনা ছড়াল শীতলকুচির 126 নম্বর বুথে । ভোটগ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে পদ্মশিবিরের পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল । তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় আইসিকে কমিশনের দালাল বলে অভিযোগ করেছেন । আইসিকে আঙুল উঁচিয়ে হুমকিও দেন তৃণমূল প্রার্থী ।
যদিও পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এদিকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ।