শীতলকুচি, 10 এপ্রিল: শনিবার সকালে শীতলকুচির 126 নম্বর বুথে অশান্তির মধ্যে মায়ের কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ৷ তারপর থেকে নিখোঁজ ছিল ওই শিশুকন্যা ৷ এদিন বিকেল নাগাদ পুলিশের সহযোগিতায় খুঁজে পাওয়া গেল ওই শিশুকন্যাকে ৷ মেয়েকে নিয়ে আতঙ্কে ঘরছাড়া ওই মহিলা বলে জানান প্রতিবেশীরা ৷
শীতলকুচির জোরপাকরি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডের মধ্যেই সেখানে দুই মাসের এক শিশুকন্যা নিখোঁজ হয় । অভিযোগ, মায়ের কোল থেকেই ওই শিশুকন্যাকে কেড়ে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ শুধু তাই নয়, এরপর ওই মহিলাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ তারপর থেকে নিখোঁজ ছিল ওই শিশু ৷ এরপর পুলিশের সহযোগিতায় অনেক খোঁজাখুজির পর এদিন বিকেল নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয় ৷
জানা গিয়েছে, সংশ্লিষ্ট বুথ থেকে এই মহিলার বাড়ি মাত্র 400 মিটার দূরে ৷ আপাতত আতঙ্কে বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন ওই মহিলা । বাড়ি তালাবন্ধ । রুমা বর্মন নামে ওই মহিলার স্বামী নারায়ণ বর্মন কেরলে শ্রমিকের কাজ করেন ৷
প্রতিবেশীরা জানান, "শিশুটিকে ছিনিয়ে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । মারধরও করে ।"