ETV Bharat / state

দোষীদের শাস্তি চান, ভোট দিয়ে বললেন শীতলকুচির নিহতদের পরিজনরা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

অষ্টম তথা শেষ দফায় ভোট হল শীতলকুচির 126 নং বুথে ৷ যে বুথে গত 10 এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল ৷ আজ সেই নিহতদের পরিবারের লোকেরা শোকের আবহেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন ৷

bengal election 2021 repolling at booth no 126 in shithalkuchi coochbehar
স্বজন হারানোর কষ্ট নিয়েই ভোট শীতলকুচির 126নং বুথে
author img

By

Published : Apr 29, 2021, 7:02 PM IST

শীতলকুচি(কোচবিহার), 29 এপ্রিল : স্বজন হারানোর কষ্ট নিয়েই শীতলকুচির 126 নং বুথের পুনর্নির্বাচনে ভোট দিলেন নিহতদের পরিবারের সদস্যরা ৷ আজ শীতলকুচির 5/126 নং বুথে পুননির্বাচন ছিল । সেই শীতলকুচি, যেখানে গত 10 এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷

শীতলকুচির 126 নং বুথে গুলি চালনার ঘটনার পর ওই বুথের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন ৷ আজ অষ্টম তথা শেষ দফায় সেই শীতলকুচিতে উপনির্বাচন ছিল ৷ সেই উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জনের পরিবারের সদেস্যরা । তাঁদের মধ্যে কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ ছেলেকে আবার কেউ বা তাঁর ভাই বা দাদাকে হারিয়েছেন ৷ আজও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে এদিন শীতলকুচির ওই বুথে ভোট দিলেন ভোটাররা ৷ নিহত মনিরুজ্জামানের স্ত্রী রাহিলা খাতুন চার মাসের সন্তানকে কোলে নিয়ে জানান, তিনি দোষীদের শাস্তি চান ৷

আরও পড়ুন : মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

ভোট দিয়ে বেরিয়ে নিহত অন্যান্যদের পরিবারের সদেস্যরা সেই একই দাবি তুলেছেন । এ দিন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নিরাপত্তায় মুড়ে দিয়ে ভোটগ্রহণ করানো হয় ৷

শীতলকুচি(কোচবিহার), 29 এপ্রিল : স্বজন হারানোর কষ্ট নিয়েই শীতলকুচির 126 নং বুথের পুনর্নির্বাচনে ভোট দিলেন নিহতদের পরিবারের সদস্যরা ৷ আজ শীতলকুচির 5/126 নং বুথে পুননির্বাচন ছিল । সেই শীতলকুচি, যেখানে গত 10 এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷

শীতলকুচির 126 নং বুথে গুলি চালনার ঘটনার পর ওই বুথের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন ৷ আজ অষ্টম তথা শেষ দফায় সেই শীতলকুচিতে উপনির্বাচন ছিল ৷ সেই উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জনের পরিবারের সদেস্যরা । তাঁদের মধ্যে কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ ছেলেকে আবার কেউ বা তাঁর ভাই বা দাদাকে হারিয়েছেন ৷ আজও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে এদিন শীতলকুচির ওই বুথে ভোট দিলেন ভোটাররা ৷ নিহত মনিরুজ্জামানের স্ত্রী রাহিলা খাতুন চার মাসের সন্তানকে কোলে নিয়ে জানান, তিনি দোষীদের শাস্তি চান ৷

আরও পড়ুন : মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

ভোট দিয়ে বেরিয়ে নিহত অন্যান্যদের পরিবারের সদেস্যরা সেই একই দাবি তুলেছেন । এ দিন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নিরাপত্তায় মুড়ে দিয়ে ভোটগ্রহণ করানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.