ETV Bharat / state

নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিলেন কোচবিহার পুরসভার প্রশাসক

বিজেপিতে যোগ দিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "দীর্ঘদিন ধরে কোচবিহার শহরের উন্নয়নের কোনও টাকা দিচ্ছিল না রাজ্য সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে বহুবার আবেদন-নিবেদন জানিয়েও কাজ হচ্ছিল না । সাধারণ মানুষকে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করতে পারছিলাম না । আমার দম বন্ধ হয়ে আসছিল । তাই এদিন বিজেপিতে যোগ দিলাম ।"

author img

By

Published : Apr 3, 2021, 6:25 PM IST

বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং
বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং

কোচবিহার, 3 মার্চ : কোচবিহারে বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই । ঠিক তার আগেই শনিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আয়োজিত হয়েছিল এক সভা ৷ সেই সভা শেষে ভূষণ সিংয়ের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

এই ঘটনায় কোচবিহার পুরসভায় অচলাবস্থার সৃষ্টি হল । বিজেপিতে যোগ দিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "দীর্ঘদিন ধরে কোচবিহার শহরের উন্নয়নের কোনও টাকা দিচ্ছিল না রাজ্য সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে বহুবার আবেদন-নিবেদন জানিয়েও কাজ হচ্ছিল না । সাধারণ মানুষকে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করতে পারছিলাম না । আমার দম বন্ধ হয়ে আসছিল । তাই এদিন বিজেপিতে যোগ দিলাম ।"

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পৌরসভার প্রায় 25 বছরের বেশি সময় ধরে কাউন্সিলর ছিলেন ভূষণ সিং । বিগত দিনে কখনও ফরওয়ার্ড ব্লক, কখনও সিপিএম, কখনও কংগ্রেস ও পরবর্তীতে তৃণমূলের কাউন্সিলর হন তিনি । গত 2017 সালে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডুকে বিভিন্ন অভিযোগে সরিয়ে দেওয়া হলে চেয়ারম্যান হন ভূষণ সিং । তাঁর সময়ে শহরের বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে । উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবং এর পেছনে দলের নেতা-নেত্রীদের একাংশের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ভূষণ সিং ।

বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং

আরও পড়ুন : নাম না করে ওয়েইসিকে 'হায়দরাবাদের গাই' বললেন মমতা

এছাড়া গত অক্টোবর মাসে তৃণমূলের যে কমিটি ঘোষণা হয়, সে কমিটি নিয়েও ভূষণ সিংয়ের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্বের দূরত্ব বাড়ে । এরপর বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ভূষণ সিং বিজেপিতে যোগ দিতে পারেন । এরপর শনিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে সভায় ভূষণ সিং শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন । যদিও এদিন যোগদানের পর তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "ভূষণ সিং বিজেপিতে যোগ দেওয়ায় ভালই হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল ।"

কোচবিহার, 3 মার্চ : কোচবিহারে বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই । ঠিক তার আগেই শনিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আয়োজিত হয়েছিল এক সভা ৷ সেই সভা শেষে ভূষণ সিংয়ের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

এই ঘটনায় কোচবিহার পুরসভায় অচলাবস্থার সৃষ্টি হল । বিজেপিতে যোগ দিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "দীর্ঘদিন ধরে কোচবিহার শহরের উন্নয়নের কোনও টাকা দিচ্ছিল না রাজ্য সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে বহুবার আবেদন-নিবেদন জানিয়েও কাজ হচ্ছিল না । সাধারণ মানুষকে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করতে পারছিলাম না । আমার দম বন্ধ হয়ে আসছিল । তাই এদিন বিজেপিতে যোগ দিলাম ।"

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পৌরসভার প্রায় 25 বছরের বেশি সময় ধরে কাউন্সিলর ছিলেন ভূষণ সিং । বিগত দিনে কখনও ফরওয়ার্ড ব্লক, কখনও সিপিএম, কখনও কংগ্রেস ও পরবর্তীতে তৃণমূলের কাউন্সিলর হন তিনি । গত 2017 সালে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডুকে বিভিন্ন অভিযোগে সরিয়ে দেওয়া হলে চেয়ারম্যান হন ভূষণ সিং । তাঁর সময়ে শহরের বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে । উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবং এর পেছনে দলের নেতা-নেত্রীদের একাংশের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ভূষণ সিং ।

বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং

আরও পড়ুন : নাম না করে ওয়েইসিকে 'হায়দরাবাদের গাই' বললেন মমতা

এছাড়া গত অক্টোবর মাসে তৃণমূলের যে কমিটি ঘোষণা হয়, সে কমিটি নিয়েও ভূষণ সিংয়ের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্বের দূরত্ব বাড়ে । এরপর বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ভূষণ সিং বিজেপিতে যোগ দিতে পারেন । এরপর শনিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে সভায় ভূষণ সিং শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন । যদিও এদিন যোগদানের পর তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "ভূষণ সিং বিজেপিতে যোগ দেওয়ায় ভালই হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.