ETV Bharat / state

কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের হামলা, জখম 7 - বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের হামলা

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে-র প্রচারে তাঁর কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ ৷ এই ঘটনায় বেশ কয়কেজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ পুরো বিষয়টিতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির প্রার্থী নিখিল রঞ্জন দে ৷

bengal election 2021 bjp workers attack by tmc when coochbehar dkshin bjp candidate nikhil ranjan dey goes to his campaign
কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের হামলা, জখম 7
author img

By

Published : Apr 1, 2021, 6:01 PM IST

কোচবিহার, 1 এপ্রিল : বিজেপির প্রচার চলাকালীন কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিমারি-ফুলিশ্বরি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় অন্তত 7 জন বিজেপি কর্মী জখম হয়েছেন । এদের মধ্যে চারজন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি সূত্রে খবর, আজ দুপুরে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে বাইকে করে পুটিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ৷ অভিযোগ সেই মিছিলে থাকা কয়েকটা বাইক কিছুদূর এগিয়ে যেতেই তৃণমূল কর্মীরা বাকিদের পথ আটকে দাঁড়ায়। এরপর তাদের মারধর করা হয় এবং একাধিক মোটরবাইক ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন : বড়জোড়ায় বিজেপি কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল ; নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী

ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে এর পর পুলিশে খবর দেন ৷ পরে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ৷ আহতদের কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে । বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিখিল রঞ্জন দে বলেন, ‘‘তৃণমূল হেরে যাবে তাই নির্বাচনের আগে এভাবে সন্ত্রাস করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ।

কোচবিহার, 1 এপ্রিল : বিজেপির প্রচার চলাকালীন কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিমারি-ফুলিশ্বরি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় অন্তত 7 জন বিজেপি কর্মী জখম হয়েছেন । এদের মধ্যে চারজন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি সূত্রে খবর, আজ দুপুরে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে বাইকে করে পুটিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ৷ অভিযোগ সেই মিছিলে থাকা কয়েকটা বাইক কিছুদূর এগিয়ে যেতেই তৃণমূল কর্মীরা বাকিদের পথ আটকে দাঁড়ায়। এরপর তাদের মারধর করা হয় এবং একাধিক মোটরবাইক ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন : বড়জোড়ায় বিজেপি কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল ; নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী

ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে এর পর পুলিশে খবর দেন ৷ পরে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ৷ আহতদের কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে । বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিখিল রঞ্জন দে বলেন, ‘‘তৃণমূল হেরে যাবে তাই নির্বাচনের আগে এভাবে সন্ত্রাস করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.