তুফানগঞ্জ, 27 মার্চ : তৃণমূলের বুথ সভাপতি মদন প্রধানকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় । গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতা বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে ।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে কোচবিহার জেলায় । শুক্রবার তুফানগঞ্জ 2 নং ব্লকের অন্তর্গত বসিরহাটের ভানুকুমারি 2নং গ্রাম পঞ্চায়েতের 124 নং বুথের নাকারখানা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে তৃণমূলের 124 নং বুথের সভাপতি মদন প্রধানের উপর বিজেপি দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন : দ্বন্দ্বেও সৌজন্য, ভোটপ্রচারে দেখা হতেই বাম প্রার্থীকে প্রণাম তৃণমূল প্রার্থীর
যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য মিঠুন দেবনাথ বলেন, ‘‘ অভিযোগ ভিত্তিহীন ।’’