ETV Bharat / state

কোচবিহার উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত যুবক - Cooch Behar

বিধানসভা নির্বাচন শেষ হতেই বেশকিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হল কোচবিহারে । গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার শহরের বাস স্ট্যান্ড থেকে মিঠু হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ তার কাছ থেকে উদ্ধার করা গেছে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ 20টি গুলি ও আটটি ম্যাগাজিন ।

West Bengal Election 2021
আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে
author img

By

Published : Apr 16, 2021, 7:53 PM IST

কোচবিহার , 16 এপ্রিল : অশান্ত কোচবিহার ৷ চতুর্থ দফার নির্বাচন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হতে গেল ৷ তবুও যেন নিজের ছন্দেই ফিরতে পারছে না এই শহর ৷

এবার সেখান থেকে উদ্ধার করা হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র । গোপন সূত্রে খবর পেয়ে , কোচবিহার শহরের বাস স্ট্যান্ড থেকে মিঠু হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ তার কাছ থেকেই উদ্ধার করা হয় চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ 20টি গুলি ও আটটি ম্যাগাজিন ৷

আরো পড়ুন : শীতলকুচির ঘটনায় তদন্তভার নিল সিআইডি

10 এপ্রিল বিধানসভা নির্বাচন শেষ হয়েছে । এরপর 13 এপ্রিল কোতোয়ালি থানার পুলিশ খবর পায় বেশকিছু আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারের বেগুসারাই থেকে এক যুবক কোচবিহার বাসস্ট্যান্ডে নামছে । গোপন সূত্রে খবর পেয়েই, মিঠু হোসেন নামে সেই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় মনিরুল ইসলাম ও মহম্মদ হক নামে দুই অভিযুক্তকে ৷ যাদের মিঠু আগ্নেয়াস্ত্র জোগান দিত ৷ দীর্ঘক্ষণ পুলিশি হেফাজতে রাখার পর জানা যায় , তাদের প্রত্যেকেরই বাড়ি দিনহাটা মহকুমার অন্তর্গত ৷ এমনকি , 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বোমা বন্দুকের এই বেআইনি কারবারির সঙ্গে যুক্ত রয়েছে তারা ৷

কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর বলেন, এই চক্রে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে । একইসঙ্গে তিনি আশাবাদী , এই চক্রটির হাত ধরেই ভবিষ্যতে আরও বড় কোনও বেআইনি অস্ত্র কারাবারির হদিশ পাবে প্রশাসন ৷

কোচবিহার , 16 এপ্রিল : অশান্ত কোচবিহার ৷ চতুর্থ দফার নির্বাচন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হতে গেল ৷ তবুও যেন নিজের ছন্দেই ফিরতে পারছে না এই শহর ৷

এবার সেখান থেকে উদ্ধার করা হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র । গোপন সূত্রে খবর পেয়ে , কোচবিহার শহরের বাস স্ট্যান্ড থেকে মিঠু হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ তার কাছ থেকেই উদ্ধার করা হয় চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ 20টি গুলি ও আটটি ম্যাগাজিন ৷

আরো পড়ুন : শীতলকুচির ঘটনায় তদন্তভার নিল সিআইডি

10 এপ্রিল বিধানসভা নির্বাচন শেষ হয়েছে । এরপর 13 এপ্রিল কোতোয়ালি থানার পুলিশ খবর পায় বেশকিছু আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারের বেগুসারাই থেকে এক যুবক কোচবিহার বাসস্ট্যান্ডে নামছে । গোপন সূত্রে খবর পেয়েই, মিঠু হোসেন নামে সেই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় মনিরুল ইসলাম ও মহম্মদ হক নামে দুই অভিযুক্তকে ৷ যাদের মিঠু আগ্নেয়াস্ত্র জোগান দিত ৷ দীর্ঘক্ষণ পুলিশি হেফাজতে রাখার পর জানা যায় , তাদের প্রত্যেকেরই বাড়ি দিনহাটা মহকুমার অন্তর্গত ৷ এমনকি , 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বোমা বন্দুকের এই বেআইনি কারবারির সঙ্গে যুক্ত রয়েছে তারা ৷

কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর বলেন, এই চক্রে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে । একইসঙ্গে তিনি আশাবাদী , এই চক্রটির হাত ধরেই ভবিষ্যতে আরও বড় কোনও বেআইনি অস্ত্র কারাবারির হদিশ পাবে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.