ETV Bharat / state

Bangladeshi Smuggler Death: ফের বিএসএফের গুলিতে মৃত্যু এক পাচারকারীর

আজ ফের বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু এক পাচারকারীর (Bangladeshi Smuggler Death) ৷ মাথাভাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীর হাট এলাকায় ঘটনাটি ঘটেছে ৷

Smuggler Death
Smuggler Death
author img

By

Published : Dec 15, 2022, 10:12 PM IST

কোচবিহার, 15 ডিসেম্বর: ফের মৃত্যু হল এক পাচারকারীর । কোচবিহার জেলার মাথাভাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীর হাট এলাকায় বিএসএফ (BSF) গুলিতে মৃত্যু হয়েছে ওই বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi Trafficker dies in BSF firing) । এর আগে বুধবার একজনের মৃত্যু হয় বিএসএফের গুলিতে ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বৈরাগীর হাটের চোঙ্গারখাতা খাগরিবাড়ি সীমান্তে সীমান্তে একদল পাচারকারী জমায়েত হয় । সীমান্তে নিরাপত্তা থাকা বিএসএফ উপর আক্রমণের চেষ্টা করে ৷ সেই সময় বিএসএফ পক্ষ থেকে পাচারকারীর উদ্দেশ্যে গুলি করলে একজন পাচারকারীর মৃত্যু হয় ওই পাচারকারীর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে । মাথাভাঙ্গা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

প্রসঙ্গত, বুধবার জামালদহে বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছিল । কোচবিহারের মেখলিগঞ্জের খাসবাস দারিকামারি সীমান্তে এই ঘটনা ঘটেছিল । সীমান্তে দেহটি উদ্ধার করেছিল মেখলিগঞ্জ থানার পুলিশ । মৃত ওই ব্যক্তি মেখলিগঞ্জের জামালদহের বাসিন্দা । মৃত ব্যক্তির নাম মোস্তাফা মিয়া (38)।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে 4টার দিকে একজন বিএসএফ কনস্টেবল তাঁর দায়িত্ব পালন করছিলেন ৷ সেসময় বাংলাদেশের দিক থেকে 4-5 জন দুষ্কৃতী তাঁর দিকে পাথর ছুঁড়তে শুরু করে । তখন আর কোন উপায় না পেয়ে তিনি এক রাউন্ড গুলি করেন । এর পর সব দুস্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে সূত্রের খবর ।

কোচবিহার, 15 ডিসেম্বর: ফের মৃত্যু হল এক পাচারকারীর । কোচবিহার জেলার মাথাভাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীর হাট এলাকায় বিএসএফ (BSF) গুলিতে মৃত্যু হয়েছে ওই বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi Trafficker dies in BSF firing) । এর আগে বুধবার একজনের মৃত্যু হয় বিএসএফের গুলিতে ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বৈরাগীর হাটের চোঙ্গারখাতা খাগরিবাড়ি সীমান্তে সীমান্তে একদল পাচারকারী জমায়েত হয় । সীমান্তে নিরাপত্তা থাকা বিএসএফ উপর আক্রমণের চেষ্টা করে ৷ সেই সময় বিএসএফ পক্ষ থেকে পাচারকারীর উদ্দেশ্যে গুলি করলে একজন পাচারকারীর মৃত্যু হয় ওই পাচারকারীর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে । মাথাভাঙ্গা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

প্রসঙ্গত, বুধবার জামালদহে বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছিল । কোচবিহারের মেখলিগঞ্জের খাসবাস দারিকামারি সীমান্তে এই ঘটনা ঘটেছিল । সীমান্তে দেহটি উদ্ধার করেছিল মেখলিগঞ্জ থানার পুলিশ । মৃত ওই ব্যক্তি মেখলিগঞ্জের জামালদহের বাসিন্দা । মৃত ব্যক্তির নাম মোস্তাফা মিয়া (38)।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে 4টার দিকে একজন বিএসএফ কনস্টেবল তাঁর দায়িত্ব পালন করছিলেন ৷ সেসময় বাংলাদেশের দিক থেকে 4-5 জন দুষ্কৃতী তাঁর দিকে পাথর ছুঁড়তে শুরু করে । তখন আর কোন উপায় না পেয়ে তিনি এক রাউন্ড গুলি করেন । এর পর সব দুস্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে সূত্রের খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.