কোচবিহার, 5 জুন: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর । ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 202 খাসবশ দ্বারিকামারি গ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকায় । জানা গিয়েছে, এই এলাকায় কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশি ওই পাচারকারী । সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ । এরপরই বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পাচারকারীর ।
সোমবার সকালে ঘটনাস্থলে পাচারকারীর দেহ উদ্ধার করা হয় । তার বাড়ি বাংলাদেশে । দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মেখলিগঞ্জের 202 খাসবশ দ্বারিকামারি গ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকায় ভারতের মিলিরোপা বিওপির ওপারে বাংলাদেশের টেপুরগাড়ি এলাকা রয়েছে । রবিবার রাতে এই সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা লক্ষ্য করেন 15-20 জন বাংলাদেশি সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছে । সেই সময় বিএসএফ বাধা দিলে পাচারকারীরা বিএসএফের ওপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ । সেই সময়ই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ । বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর ।
আরও পড়ুন: ফের বিএসএফের গুলিতে মৃত্যু এক পাচারকারীর
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, সোমবার মেখলিগঞ্জ থানায় বিএসএফ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পান যে জওয়ানরা তাদের দায়িত্ব পালন করছিল ৷ তখন বাংলাদেশের পক্ষ থেকে 15 থেকে 20 জন পাচারকারী অস্ত্রশস্ত্র নিয়ে কর্তব্যরত বিএসএফ দলের উপর হামলা চালায় । তাদের হামলার জবাবে বিএসএফ সদস্যরাও পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় । এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক বলে মনে করা হচ্ছে । বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে তার । ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা । ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করা হয়েছে । দেহ মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে ।