ETV Bharat / state

দিনহাটায় উদয়ন গুহের গাড়ি ভাঙচুর ও হামলা, অভিযুক্ত বিজেপি - udayan guha

দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলা চালানোয় অভিযুক্ত বিজেপির কর্মী সমর্থকরা ৷ যদিও ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার জেরে উদয়ন গুহসহ চারজন আহত হয়েছেন ৷

উদয়ন গুহ
উদয়ন গুহ
author img

By

Published : May 6, 2021, 2:45 PM IST

দিনহাটা , 6 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকার ঘটনা ৷ জখম হয়েছেন উদয়ন গুহ সহ চারজন। ঘটনার জেরে উদয়ন আহতদের চিকিৎসার জন্য স্থানীয় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷

বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ ফল ঘোষণার পর থেকেই শহর জুড়ে চলছে চরম রাজনৈতিক উত্তেজনা ৷ ঘর পুড়েছে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের ৷ আহতও হয়েছেন দুই দলের বেশ কয়েকজন কর্মী ৷ এই উত্তজনার পরিস্থিতিতে আজ দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিনহাটার পাওয়ার হাউজের দিকে যাচ্ছিলেন দিনহাটার পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ সেইসময় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ৷ যার জেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় ৷ পাশাপাশি আহতও হন তিনি ও তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরা ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপি নেতা অজয় রায়ের দাবি , উদয়ন গুহ'র তরফে প্রথমে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে ৷ পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় ৷ আহত হয় দুই পক্ষেের কর্মীরাই ৷

আরও পড়ুন :ইটাহারে পথ দুর্ঘটনায় মৃত দুই শিশুসহ 5

উল্লেখ্য, উদয়ন গুহ যেখানে আক্রান্ত হয়েছেন তা তৃণমূল গড় হিসাবেই পরিচিত ৷ কিন্তু তারপরও সেই স্থানে কীভাবে খোদ তৃণমূল নেতা আক্রান্ত হলেন , তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে ৷

দিনহাটা , 6 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকার ঘটনা ৷ জখম হয়েছেন উদয়ন গুহ সহ চারজন। ঘটনার জেরে উদয়ন আহতদের চিকিৎসার জন্য স্থানীয় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷

বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ ফল ঘোষণার পর থেকেই শহর জুড়ে চলছে চরম রাজনৈতিক উত্তেজনা ৷ ঘর পুড়েছে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের ৷ আহতও হয়েছেন দুই দলের বেশ কয়েকজন কর্মী ৷ এই উত্তজনার পরিস্থিতিতে আজ দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিনহাটার পাওয়ার হাউজের দিকে যাচ্ছিলেন দিনহাটার পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ সেইসময় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ৷ যার জেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় ৷ পাশাপাশি আহতও হন তিনি ও তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরা ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপি নেতা অজয় রায়ের দাবি , উদয়ন গুহ'র তরফে প্রথমে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে ৷ পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় ৷ আহত হয় দুই পক্ষেের কর্মীরাই ৷

আরও পড়ুন :ইটাহারে পথ দুর্ঘটনায় মৃত দুই শিশুসহ 5

উল্লেখ্য, উদয়ন গুহ যেখানে আক্রান্ত হয়েছেন তা তৃণমূল গড় হিসাবেই পরিচিত ৷ কিন্তু তারপরও সেই স্থানে কীভাবে খোদ তৃণমূল নেতা আক্রান্ত হলেন , তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.