কোচবিহার, 15 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে ‘‘সবার জন্য বাড়ি’’ প্রকল্পে এক কোটি টাকা পেল কোচবিহার পৌরসভা। এই টাকা 300 জন উপভোক্তার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফলে, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ‘‘সবার জন্য বাড়ি’’ প্রকল্পের কাজ শুরু করতে পারবেন উপভোক্তারা। এই উদ্যোগে বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা ।
কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, ‘‘বাড়ি তৈরির কাজ করতে 1 কোটি 13 লাখ টাকা এসেছে । শীঘ্রই ওই টাকা ছেড়ে দেওয়া হবে। যাঁরা সুবিধা পাবেন, তাঁদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ।’’
আরও পড়ুন : বেসরকারি সংস্থায় কোচবিহার পৌরসভার বিদ্যুৎ পরিষেবা ও জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব
2018-'19 অর্থবর্ষে কোচবিহার শহরের 20টি ওয়ার্ডের জন্য 637টি ঘর বরাদ্দ হয়। কোচবিহার পৌরসভা গত বছরের ফেব্রুয়ারি মাসে সেই কাজ শুরু করার উদ্যোগ নেয়। সে সময় 84টি বাড়ি তৈরির কাজ শুরু হয়। সেই কাজ এখনও চলছে। বাকিটা বর্ষার পরে শুরু করার চিন্তাভাবনা করলেও, মার্চের শেষে কোরোনা পরিস্থিতির কারণে সব কাজ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সবাই তাকিয়ে ছিল পুজোর পর হয়ত বরাদ্দ মিলবে। পুজোর পর বরাদ্দ দেওয়া তো দূরের কথা, নতুন করে বাড়ি তৈরির কাজ শুরু করতে বারণ করা হয়েছিল। তবে, এবারে বিধানসভা নির্বাচনের আগে এই বিশাল পরিমাণ টাকা বরাদ্দ হওয়ায়, ফের বাড়ি তৈরি কাজ শুরু হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, 300 জনের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।