ETV Bharat / state

Hand Grenade Recovered: আদালতের মালখানা থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, নষ্ট করল সেনাবাহিনী - Superintendent of Police

কোচবিহার জেলা আদালতের (Coochbehar District Judges Court) মালখানা থেকে গাঁজার প্যাকেটে উদ্ধার হ্যান্ড গ্রেনেড (Hand Grenade Recovered) । ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । নষ্ট করতে ডাকতে হল সেনাবাহিনীর বিশেষজ্ঞদের ৷

Hand Grenade Recovered
হ্যান্ড গ্রেনেড
author img

By

Published : Feb 12, 2023, 12:24 PM IST

Updated : Feb 12, 2023, 12:49 PM IST

আদালতের মালখানা থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড

কোচবিহার, 12 ফেব্রুয়ারি: কয়েকদিন আগে কোচবিহার জেলা আদালতের (Coochbehar District Judges Court) মালখানায় গাঁজার প্যাকেটে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয় । আজ সেই গ্রেনেডটি নষ্ট করতে আসেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ আধিকারিকরা ৷ সাগরদীঘির পারের কোর্টের সামনে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর আধিকারিকরা তা নষ্ট করে (Army defused Hand Grenade) । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আশেপাশে । কীভাবে গ্রেনেড এল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল কফ সিরাপ-সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয় ৷ সেগুলি বিচারের জন্য কোচবিহার আদালতের মালখানায় রাখা হয় । দীর্ঘদিন ধরেই মালখানায় বিভিন্ন জিনিস রাখা হয়েছিল । দিনকয়েক আগে হঠাৎ এই মালখানার কর্তব্যরত কর্মীরা দেখতে পান একটি গাঁজার প্যাকেটের মধ্যে হ্যান্ড গ্রেনেড রয়েছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রথমে তারা স্থানীয় থানায় জানান । এরপর পুলিশ কর্মীরা গোটা বিষয়টি খতিয়ে দেখার পর তা ডিফিউজ করার জন্য সেনাবাহিনীর সাহায্য নেন ।

রবিবার সকালে এই ঘটনার সময় আদালতের সামনে গোটা সাগরদিঘী চত্বর ঘিরে ফেলে পুলিশ কর্তারা । জেলা পুলিশ সুপার (Superintendent of Police) সুমিতকুমার-সহ পদস্থ পুলিশ কর্তারা হাজির হন সেখানে । এরপর সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এসে ওই গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন । তবে গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা । বিষয়টি নিয়ে প্রবীণ তৃণমূল নেতা (TMC Leader) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) বলেন, " উদ্বেগজনক ঘটনা । এ ধরনের গ্রেনেড ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে থাকে । সরকারের তত্বাবধানে এগুলো তৈরি হয় । কড়া নজরদারির মধ্যে এগুলো থাকার কথা । কেন এটা বাইরে এল, কীভাবে বাইরে এল, তা নিয়ে প্রশ্ন রয়েছে ।"

আরও পড়ুন: মাথাভাঙায় বিজেপির জনসভা শুরুর আগে উদ্ধার 2 তাজা বোমা, অভিযুক্ত তৃণমূল

আদালতের মালখানা থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড

কোচবিহার, 12 ফেব্রুয়ারি: কয়েকদিন আগে কোচবিহার জেলা আদালতের (Coochbehar District Judges Court) মালখানায় গাঁজার প্যাকেটে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয় । আজ সেই গ্রেনেডটি নষ্ট করতে আসেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ আধিকারিকরা ৷ সাগরদীঘির পারের কোর্টের সামনে পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর আধিকারিকরা তা নষ্ট করে (Army defused Hand Grenade) । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আশেপাশে । কীভাবে গ্রেনেড এল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল কফ সিরাপ-সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয় ৷ সেগুলি বিচারের জন্য কোচবিহার আদালতের মালখানায় রাখা হয় । দীর্ঘদিন ধরেই মালখানায় বিভিন্ন জিনিস রাখা হয়েছিল । দিনকয়েক আগে হঠাৎ এই মালখানার কর্তব্যরত কর্মীরা দেখতে পান একটি গাঁজার প্যাকেটের মধ্যে হ্যান্ড গ্রেনেড রয়েছে । আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রথমে তারা স্থানীয় থানায় জানান । এরপর পুলিশ কর্মীরা গোটা বিষয়টি খতিয়ে দেখার পর তা ডিফিউজ করার জন্য সেনাবাহিনীর সাহায্য নেন ।

রবিবার সকালে এই ঘটনার সময় আদালতের সামনে গোটা সাগরদিঘী চত্বর ঘিরে ফেলে পুলিশ কর্তারা । জেলা পুলিশ সুপার (Superintendent of Police) সুমিতকুমার-সহ পদস্থ পুলিশ কর্তারা হাজির হন সেখানে । এরপর সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এসে ওই গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন । তবে গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা । বিষয়টি নিয়ে প্রবীণ তৃণমূল নেতা (TMC Leader) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) বলেন, " উদ্বেগজনক ঘটনা । এ ধরনের গ্রেনেড ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে থাকে । সরকারের তত্বাবধানে এগুলো তৈরি হয় । কড়া নজরদারির মধ্যে এগুলো থাকার কথা । কেন এটা বাইরে এল, কীভাবে বাইরে এল, তা নিয়ে প্রশ্ন রয়েছে ।"

আরও পড়ুন: মাথাভাঙায় বিজেপির জনসভা শুরুর আগে উদ্ধার 2 তাজা বোমা, অভিযুক্ত তৃণমূল

Last Updated : Feb 12, 2023, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.