কোচবিহার, 23 মে : কোচবিহারে গণনাকেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প করা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বচসায় জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ । গতকাল ঘটনাটি ঘটে কোচবিহার পলিটেকনিক কলেজের সামনে । রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, এখানে প্রতিবারই তৃণমূলের ক্যাম্প বানানো হয় । কিন্তু, এবার কমিশন ও পুলিশ বাড়াবাড়ি করছে । অন্যায়ভাবে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না । কোচবিহার জেলা পুলিশ সুপার অমিত কুমার সিং অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন । আইন মেনেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি ।
গত 11 এপ্রিল প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট হয় । কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে সেই EVM গুলো রাখা হয়েছে । আজ সেখানেই হবে গণনা । প্রশাসন সূত্রে খবর, গণনাকেন্দ্রের সামনে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে । এই এলাকার বাইরে ক্যাম্প করা যেতে পারে । কিন্তু, গতকাল দুপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিয়ম না মেনে ওই এলাকায় ক্যাম্প বানাচ্ছিল বলে অভিযোগ ওঠে । তৃণমূল কর্মীদের ক্যাম্প বানাতে বাধা দেন পুলিশ সুপার অমিত কুমার সিং । তিনি সাফ জানিয়ে দেন, এখানে ক্যাম্প বানানো যাবে না । ঘটনাস্থানে উপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ বচসায় জড়িয়ে পড়েন অমিত কুমার সিংয়ের সাথে । তবে নিজের অবস্থানে অনড় থাকেন অমিত কুমার সিং ।
ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "গণনা কেন্দ্রের বাইরে আমার এক বন্ধুর বাড়ির সামনে ক্যাম্প তৈরি করছিলাম । গত 20 বছর ধরে এখানেই ক্যাম্প তৈরি করে আসছি । আজ হঠাৎ করে বলা হল এখানে ক্যাম্প করা যাবে না । পুলিশ ও কমিশন বাড়াবাড়ি করছে । " ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ সুপার অমিত কুমার সিং বলেন, " কমিশনের নিয়াম অনুসারে গণনাকেন্দ্রের 100 মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ । ওখানে ক্যাম্প তৈরি করা হচ্ছিল । তা করতে নিষেধ করা হয়েছে । নিয়ম মেনেই সব করা হয়েছে ।"