কোচবিহার, 12 মে: লকডাউনে 38 দিন ধরে বাংলাদেশে আটকে থাকার পর মঙ্গলবার দেশে ফিরলেন 61 জন ট্রাক চালক৷ গত 4 এপ্রিল তাঁরা বাংলাদেশ পণ্য নিয়ে যান। সেই সময় পণ্য খালাস করে একই পথে চ্যাংরাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ফিরতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় কোচবিহার জেলা প্রশাসনের তরফে। এরপর থেকে বাংলাদেশেই ছিলেন তাঁরা। আজ অনুমতি পেয়ে দেশে ফিরলেন 61 জন ট্রাক চালক।
কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে গত 4 এপ্রিল 61 টি ট্রাকের 61 জন ট্রাক চালক বাংলাদেশে পাটবীজ নিয়ে যান।সেখানে গিয়ে পণ্য খালাস করে ফেরার সময় লকডাউনের কারণে তাঁদের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধা দেয় কোচবিহার জেলা প্রশাসন৷ এরপর জিরো পয়েন্টের ওপারে বাংলাদেশে লালমনিরহাট জেলার বুরিমারি স্থলবন্দরে আশ্রয় নেন ওই ট্রাক চালকেরা৷ ট্রাক চালকেরা জানাচ্ছেন, সেখানকার স্থানীয় ব্যবসায়ীরাই তাঁদের খাবারের ব্যবস্থা করে৷ বেশ কিছুদিন আটকে থাকার পর মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনকে তাঁদের দেশে ফেরানোর জন্য ভিডিয়ো বার্তায় আবেদন জানান চালকরা। অন্যদিকে ওই 61 জন ট্রাক চালকের পরিবারের তরফেও চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইনকে ঘিরে শ্রমিকদের দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হয়৷ শেষ পর্যন্ত 38 দিন পর মঙ্গলবার সকালে দেশে ফিরলেন তাঁরা।
আজ চ্যাংরাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট দিয়েই 61টি ট্রাক সহ তাঁদের ভারতে ফেরানো হয়৷ এদিন ট্রাক চালকদের ফেরানোর কর্মকাণ্ডে জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমাশাসক রামকুমার তামাঙ, মেখলিগঞ্জ থানার পুলিশ এবং BSF-এর কর্তারা৷
মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত ওই ট্রাক চালকদের চ্যাংরাবান্ধা ITI কলেজের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।