ETV Bharat / state

প্রশাসক সংক্রমিত, কোচবিহারে রাজনৈতিক কর্মসূচি স্থগিত বাম -কংগ্রেসের

author img

By

Published : Jul 20, 2020, 8:37 PM IST

রাস্তাঘাট, নিকাশি নালার বেহাল দশা, পানীয়জল ও অন্য পরিষেবার দাবিতে কোচবিহার পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল বাম কংগ্রেস জোট । কিন্তু শহরের কোরোনা পরিস্থিতির জেরে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Coochbehar municipality
Coochbehar municipality

কোচবিহার, 20 জুলাই : কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং কোরোনা সংক্রমিত হওয়ায় পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করল বাম-কংগ্রেস জোট ।

পৌরসভার বিরোধী দলনেতা তথা CPI(M)-এর কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, "কোচবিহার শহরের বেহাল রাস্তাঘাট, জলসহ অন্য পরিষেবার দাবিতে বাম-কংগ্রেস জোট বিভিন্ন কর্মসূচি নিয়েছিল । কিন্তু একদিকে পৌরসভার প্রশাসক আক্রান্ত, অপরদিকে শহরে কোরোনা সংক্রমণের হার হু হু করে বাড়ছে । তাই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে

সম্প্রতি জেলা প্রশাসনের 10 জন শীর্ষ আধিকারিক ও কর্মীর পাশাপাশি কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংয়ের শরীরে সংক্রমণ ধরা পড়ে । সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই শহরের উজেলার বিভিন্ন এলাকায় কড়া লকডাউন লাগু করা হয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী কোচবিহারে মোট আক্রান্তের সংখ্যা 404 । সুস্থ হয়েছেন 318 জন । এই মুহূর্তে চিকিৎসাধীন 86 জন ।

কোচবিহার, 20 জুলাই : কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং কোরোনা সংক্রমিত হওয়ায় পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করল বাম-কংগ্রেস জোট ।

পৌরসভার বিরোধী দলনেতা তথা CPI(M)-এর কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, "কোচবিহার শহরের বেহাল রাস্তাঘাট, জলসহ অন্য পরিষেবার দাবিতে বাম-কংগ্রেস জোট বিভিন্ন কর্মসূচি নিয়েছিল । কিন্তু একদিকে পৌরসভার প্রশাসক আক্রান্ত, অপরদিকে শহরে কোরোনা সংক্রমণের হার হু হু করে বাড়ছে । তাই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে

সম্প্রতি জেলা প্রশাসনের 10 জন শীর্ষ আধিকারিক ও কর্মীর পাশাপাশি কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংয়ের শরীরে সংক্রমণ ধরা পড়ে । সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই শহরের উজেলার বিভিন্ন এলাকায় কড়া লকডাউন লাগু করা হয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী কোচবিহারে মোট আক্রান্তের সংখ্যা 404 । সুস্থ হয়েছেন 318 জন । এই মুহূর্তে চিকিৎসাধীন 86 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.