ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে গণধোলাই - কোচবিহার

দিনহাটায় ছেলেধরা সন্দেহে গণধোলাই ৷ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গণধোলাই
author img

By

Published : Sep 8, 2019, 7:36 PM IST

কোচবিহার, 8 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে গণধোলাই ৷ ঘটনাটি দিনহাটায় । দিনহাটা থানার পুটিমারি চেকপোস্টে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে ৷ পরে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবককে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

গত কয়েক মাস ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটছিল । কোচবিহারে এ ধরনের ঘটনা এতদিন না ঘটেনি ৷ পুলিশ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 7 টা নাগাদ এক যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরিচয় জানতে চাইলে হঠাৎই ওই যুবক পালাতে শুরু করে ৷ তখনই একটি পুকুরে পড়ে যায় যে ।

পুকুর থেকে তুলে তাকে মারধর শুরু করে স্থানীয়রা । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । পাশাপাশি মারধরের ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ওই যুবকের নাম জোসেব সাঁওতাল । তার বাড়ি বানারহাট এলাকায় । যুবকের মানসিক অবস্থা ভালো নয় বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কোচবিহার, 8 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে গণধোলাই ৷ ঘটনাটি দিনহাটায় । দিনহাটা থানার পুটিমারি চেকপোস্টে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে ৷ পরে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবককে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

গত কয়েক মাস ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটছিল । কোচবিহারে এ ধরনের ঘটনা এতদিন না ঘটেনি ৷ পুলিশ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 7 টা নাগাদ এক যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরিচয় জানতে চাইলে হঠাৎই ওই যুবক পালাতে শুরু করে ৷ তখনই একটি পুকুরে পড়ে যায় যে ।

পুকুর থেকে তুলে তাকে মারধর শুরু করে স্থানীয়রা । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । পাশাপাশি মারধরের ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ওই যুবকের নাম জোসেব সাঁওতাল । তার বাড়ি বানারহাট এলাকায় । যুবকের মানসিক অবস্থা ভালো নয় বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:
কোচবিহার ঃ ছেলেধরা সন্দেহে গণধোলাই দেওয়া হলো এবার দিনহাটা তেও। দিনহাটা থানা এলাকার পুটিমারি চেকপোস্ট গ্রামে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করে। পাশাপাশি ওই যুবককে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

গত কয়েক মাস ধরেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গণধোলাই এর ঘটনা ঘটছিল। কোচবিহারে এধরনের এতদিন না ঘটলেও শনিবার রাতে জেলার পুটিমারী চেকপোস্ট এলাকায় সন্ধ্যা ৭ টা নাগাদ এক যুবককে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তারা পরিচয় জানতে চাইলে হঠাৎই ওই যুবক দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর পুকুর থেকে তুলে তাকে মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিতসাধীন রয়েছে। পাশাপাশি মারধরের ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম জোসেব সাওতাল। তার বাড়ি বানারহাট এলাকায়। তবে যুবকের মানসিক অবস্থা ভালো নয় বলে পুলিশ জানিয়েছে। দিনহাটা পুলিশের এসডিপিও মানবেন্দ্র দাস বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।। # Body:wb_crb_01_ganadholai_vis_7205341Conclusion:wb_crb_01_ganadholai_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.