ETV Bharat / state

কোচবিহারে মৃত কিশোরীর রিপোর্টে কোরোনা নেগেটিভ, স্বস্তিতে জেলা প্রশাসন - Corona

জ্বর ও কাশির উপসর্গ নিয়ে মঙ্গলবার কোচবিহার মেডিকেলে ভরতি হয়েছিল 2 নম্বর ব্লকের এক কিশোরী । সেদিনই তার মৃত্যু হয় । মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । তা থেকে জানা যায়, মৃত কিশোরী কোরোনায় আক্রান্ত ছিল না ।

Coochbbehar Medical College and Hospital
কোচবিহার মেডিকেলের ফাইল ফোটো
author img

By

Published : Apr 9, 2020, 12:43 PM IST

কোচবিহার, 9 এপ্রিল : কোরোনায় আক্রান্ত ছিল না কোচবিহার মেডিকেলে মৃত কিশোরী । আজ তার রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । তার ফলে স্বস্তিতে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ ।

কোচবিহার 2 ব্লকের কালাপানির ওই কিশোরী 10-12 দিন জ্বর ও কাশিতে ভুগছিল । প্রথমে পরিবারের লোকজন ওই কিশোরীকে ঝাড়ফুঁক করায় । তারপর শ্বাসকষ্ট দেখা দেয় তার । মঙ্গলবার ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হয় । তখন তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।

মঙ্গলবারই হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর । এরপরই আতঙ্ক ছড়ায় মেডিকেল চত্বরে । মৃত্যুর পর কিশোরীর মৃতদেহ আলাদা রাখা হয় । ওই কিশোরীর বাড়িতেও মেডিকেল টিম পাঠানো হয় । পাশাপাশি মৃতের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । আজ সেই রিপোর্টে কোরোনা নেগেটিভ এসেছে ।

কোচবিহার, 9 এপ্রিল : কোরোনায় আক্রান্ত ছিল না কোচবিহার মেডিকেলে মৃত কিশোরী । আজ তার রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । তার ফলে স্বস্তিতে কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ ।

কোচবিহার 2 ব্লকের কালাপানির ওই কিশোরী 10-12 দিন জ্বর ও কাশিতে ভুগছিল । প্রথমে পরিবারের লোকজন ওই কিশোরীকে ঝাড়ফুঁক করায় । তারপর শ্বাসকষ্ট দেখা দেয় তার । মঙ্গলবার ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হয় । তখন তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।

মঙ্গলবারই হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর । এরপরই আতঙ্ক ছড়ায় মেডিকেল চত্বরে । মৃত্যুর পর কিশোরীর মৃতদেহ আলাদা রাখা হয় । ওই কিশোরীর বাড়িতেও মেডিকেল টিম পাঠানো হয় । পাশাপাশি মৃতের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । আজ সেই রিপোর্টে কোরোনা নেগেটিভ এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.