কোচবিহার, 14 জানুয়ারি : স্ত্রীকে খুনের অভিযোগ উঠল কোচবিহারের মেখলিগঞ্জে৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের লতামারি গ্রামে। ধৃত ব্যক্তির নাম পরিতোষ রায়। মৃত গৃহবধূর নাম নাম শম্পা রায়। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ মৃতার পরিবারের তরফে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারিক অশান্তির জেরে ওই ঘটনা ঘটেছে৷
বৃহস্পতিবার শম্পা রায়ের মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ মৃতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিতোষ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷
আরও পড়ুন : সাংবাদিক কুণালের যোগ্যতা আসলে দালালি, কটাক্ষ শোভনের