কোচবিহার, 30 এপ্রিল : লকডাউনে কোচবিহার জেলা পুলিশের তরফে মোট 12 টি চেকিং পয়েন্টে চলছে অতিরিক্ত নজরদারি ও তল্লাশি ৷ মানুষজন এবং গাড়ির অবাঞ্ছিত অনুপ্রবেশ রুখতে পুলিশের তরফে জেলা সীমান্তজুড়ে রাখা হয়েছে কড়া নজর ।
গতকাল মাথাভাঙার 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙা থানার অন্তর্গত কোচবিহার-আলিপুরদুয়ার আন্তঃজেলায় নাকা চেকিং হয় । নিউ চ্যাংরাবান্ধা পয়েন্ট থেকে পুলিশ ভিন জেলা থেকে আসা 70 জন শ্রমিককে আটক করে ৷ এঁদের মধ্যে সাইকেলে করে বর্ধমান, নদিয়া থেকে ফেরেন 32 জন । যাঁরা তাঁত শ্রমিক । এর পাশাপাশি ভিন জেলা থেকে সরকারি বাসে আসেন 38 জন ৷ অর্থাৎ মোট 70 জনকে আটক করে ঘোকসাডাঙার পুলিশ ৷ আটক শ্রমিকদের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জ ,বক্সিরহাট এবং কয়েকজনের বাড়ি অসমে ৷
ঘোকসাডাঙা থানার পুলিশ এই আটক শ্রমিকদের তুফানগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় ৷ এরপর ওই শ্রমিকদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয় ।
কোচবিহারে নাকা চেকিং চলাকালীন আটক 70 জন শ্রমিক - তুফানগঞ্জ
কোচবিহার, আলিপুরদুয়ার আন্ত:জেলা নিউচ্যাংরাবান্ধা নাকা চেকিং-এ আটক 70 জন শ্রমিক। তাঁদের পাঠানো হলো কোয়ারানটিনে ৷
কোচবিহার, 30 এপ্রিল : লকডাউনে কোচবিহার জেলা পুলিশের তরফে মোট 12 টি চেকিং পয়েন্টে চলছে অতিরিক্ত নজরদারি ও তল্লাশি ৷ মানুষজন এবং গাড়ির অবাঞ্ছিত অনুপ্রবেশ রুখতে পুলিশের তরফে জেলা সীমান্তজুড়ে রাখা হয়েছে কড়া নজর ।
গতকাল মাথাভাঙার 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙা থানার অন্তর্গত কোচবিহার-আলিপুরদুয়ার আন্তঃজেলায় নাকা চেকিং হয় । নিউ চ্যাংরাবান্ধা পয়েন্ট থেকে পুলিশ ভিন জেলা থেকে আসা 70 জন শ্রমিককে আটক করে ৷ এঁদের মধ্যে সাইকেলে করে বর্ধমান, নদিয়া থেকে ফেরেন 32 জন । যাঁরা তাঁত শ্রমিক । এর পাশাপাশি ভিন জেলা থেকে সরকারি বাসে আসেন 38 জন ৷ অর্থাৎ মোট 70 জনকে আটক করে ঘোকসাডাঙার পুলিশ ৷ আটক শ্রমিকদের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জ ,বক্সিরহাট এবং কয়েকজনের বাড়ি অসমে ৷
ঘোকসাডাঙা থানার পুলিশ এই আটক শ্রমিকদের তুফানগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় ৷ এরপর ওই শ্রমিকদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয় ।