ETV Bharat / state

বাংলাদেশে আটকে 61 ভারতীয় ট্রাকচালক, প্রশাসনের দ্বারস্থ পরিবার

চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে পাটবীজ বোঝাই ট্রাকের 61জন চালক বাংলাদেশে আটকে রয়েছেন ৷ দেশে ফেরানোর দাবিতে পরিবারের সদস্যদের বিক্ষোভ শুল্ক দপ্তরে ৷

author img

By

Published : Apr 7, 2020, 9:04 PM IST

61 Indian truck drivers stranded in Bangladesh
বাংলাদেশে আটকে 61 ভারতীয় ট্রাকচালক

কোচবিহার, 7এপ্রিল : দেশ জুড়ে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে বন্ধ দেশের আন্তজার্তিক সীমান্ত , বন্ধ ইমিগ্রেশন চেকপোস্টগুলো ৷ এমন সময়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে 61জন ট্রাকচালক প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশে যান ৷ কিন্তু ফেরার সময় চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই আটকে রাখে প্রশাসন ৷ এমনটাই জানান ওই চালকদের বিক্ষুব্ধ পরিবার ৷

গত শনিবার পাটবীজ নিয়ে 61জন ট্রাক চালক চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে যান ৷ সেখান থেকে গত রবিবার ফেরার কথা ছিল ভারতে ৷ কিন্তু রবিবার সকালে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই ট্রাকসহ ওই 61জন চালককে আটকে রাখে প্রশাসন ৷ চালকদের পরিবারের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই বাংলাদেশে ট্রাক নিয়ে গিয়েছিল ,কিন্তু তাদের দেশে ফেরার সময় আটকে রাখা হয়েছে৷ তাদের দেশে ফিরিয়ে আনা হোক৷

আজ ওই ট্রাকচালকদের পরিবারের সদস্যরা চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের অফিসে শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট কপিল বাইনকে ঘিরে বিক্ষোভ দেখান৷খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

পরিবারের সদস্যদের অভিযোগ ‘‘যদি প্রশাসনিক অনুমতি না থাকত তাহলে কেন ট্রাক ও চালকদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো? কেন দেশে ফেরার সময় জিরো পয়েন্টে আটকে রাখা হল? প্রশাসনিকভাবে শুল্ক দপ্তরের গাফিলতিতে ওই দুর্ভোগ ৷’’

বাংলাদেশে আটকে 61 ভারতীয় ট্রাকচালক

এ বিষয়ে চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইন জানান, প্রশাসনিকভাবে আলোচনা চলছে ট্রাক চালকদের ফিরিয়ে আনার জন্য ৷ পুলিশ সূত্রে জানা গেছে উচচ পর্যায়ে প্রশাসনিকভাবে অনুমতি মিললেই দেশে ফিরে আনা হবে ওই ট্রাক চালকদের ৷

কোচবিহার, 7এপ্রিল : দেশ জুড়ে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে বন্ধ দেশের আন্তজার্তিক সীমান্ত , বন্ধ ইমিগ্রেশন চেকপোস্টগুলো ৷ এমন সময়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে 61জন ট্রাকচালক প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশে যান ৷ কিন্তু ফেরার সময় চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই আটকে রাখে প্রশাসন ৷ এমনটাই জানান ওই চালকদের বিক্ষুব্ধ পরিবার ৷

গত শনিবার পাটবীজ নিয়ে 61জন ট্রাক চালক চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে যান ৷ সেখান থেকে গত রবিবার ফেরার কথা ছিল ভারতে ৷ কিন্তু রবিবার সকালে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই ট্রাকসহ ওই 61জন চালককে আটকে রাখে প্রশাসন ৷ চালকদের পরিবারের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই বাংলাদেশে ট্রাক নিয়ে গিয়েছিল ,কিন্তু তাদের দেশে ফেরার সময় আটকে রাখা হয়েছে৷ তাদের দেশে ফিরিয়ে আনা হোক৷

আজ ওই ট্রাকচালকদের পরিবারের সদস্যরা চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের অফিসে শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট কপিল বাইনকে ঘিরে বিক্ষোভ দেখান৷খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

পরিবারের সদস্যদের অভিযোগ ‘‘যদি প্রশাসনিক অনুমতি না থাকত তাহলে কেন ট্রাক ও চালকদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো? কেন দেশে ফেরার সময় জিরো পয়েন্টে আটকে রাখা হল? প্রশাসনিকভাবে শুল্ক দপ্তরের গাফিলতিতে ওই দুর্ভোগ ৷’’

বাংলাদেশে আটকে 61 ভারতীয় ট্রাকচালক

এ বিষয়ে চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইন জানান, প্রশাসনিকভাবে আলোচনা চলছে ট্রাক চালকদের ফিরিয়ে আনার জন্য ৷ পুলিশ সূত্রে জানা গেছে উচচ পর্যায়ে প্রশাসনিকভাবে অনুমতি মিললেই দেশে ফিরে আনা হবে ওই ট্রাক চালকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.