ETV Bharat / state

পাচারের আগে মাথাভাঙায় 49টি গোরু উদ্ধার, গ্রেপ্তার 3 পাচারকারী

দুটি পিকআপ ভ্যান থেকে 49টি গোরু উদ্ধার করল মাথাভাঙার ঘোকসাডাঙা থানার পুলিশ । গোরু পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন জন । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মাথাভাঙ্গায় 49টি গোরু উদ্ধার
author img

By

Published : Nov 13, 2019, 9:19 AM IST

কোচবিহার, 13 নভেম্বর : মাথাভাঙায় দুটি পিকআপ ভ্যান থেকে 49টি গোরু উদ্ধার করল ঘোকসাডাঙা থানার পুলিশ । গোরু পাচারে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আর পাঁচটা দিনের মতো গতকালও 31 নম্বর জাতীয় সড়কসহ বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের নিয়ে টহল দিচ্ছিলেন ঘোকসাডাঙা থানার ASI শংকর রায় । ঘোকসাডাঙা থানার OC দেবাশিস রায়ের কাছে গোপন সূত্রে খবর আসে, জাতীয় সড়ক দিয়ে গোরু পাচার হতে পারে । খবর যায় ASI শংকর রায়ের কাছে ৷ তাঁর নেতৃত্বে পুন্ডিবাড়ি-ফালাকাটা 31 নং জাতীয় সড়কের কাছে কোচবিহার চা বাগান সংলগ্ন এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয় । ঘটনাস্থানে যান দেবাশিস রায়ও । ফালাকাটা থেকে কোচবিহারের দিকে যাওযা দুটি পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করেন পুলিশকর্মীরা ৷ কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় ভ্যান দুটিকে আটক করা হয় । পিকআপ ভ্যান দুটি থেকে 49টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক সহ তিনজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় জড়িত থাকার দায়ে রাজু মিঞা, মোহাম্মদ হোসেন ও তাহা আলমকে গ্রেপ্তার করা হয়েছে । প্রথম দু'জনের বাড়ি দিনহাটা থানার বড় মরিচা ও অপর জনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের মাথাভাঙা আদালতে পাঠানো হয়েছে । এই পাচারচক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে ঘোকসাডাঙা থানার পুলিশ ।

কোচবিহার, 13 নভেম্বর : মাথাভাঙায় দুটি পিকআপ ভ্যান থেকে 49টি গোরু উদ্ধার করল ঘোকসাডাঙা থানার পুলিশ । গোরু পাচারে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আর পাঁচটা দিনের মতো গতকালও 31 নম্বর জাতীয় সড়কসহ বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের নিয়ে টহল দিচ্ছিলেন ঘোকসাডাঙা থানার ASI শংকর রায় । ঘোকসাডাঙা থানার OC দেবাশিস রায়ের কাছে গোপন সূত্রে খবর আসে, জাতীয় সড়ক দিয়ে গোরু পাচার হতে পারে । খবর যায় ASI শংকর রায়ের কাছে ৷ তাঁর নেতৃত্বে পুন্ডিবাড়ি-ফালাকাটা 31 নং জাতীয় সড়কের কাছে কোচবিহার চা বাগান সংলগ্ন এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয় । ঘটনাস্থানে যান দেবাশিস রায়ও । ফালাকাটা থেকে কোচবিহারের দিকে যাওযা দুটি পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করেন পুলিশকর্মীরা ৷ কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় ভ্যান দুটিকে আটক করা হয় । পিকআপ ভ্যান দুটি থেকে 49টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক সহ তিনজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় জড়িত থাকার দায়ে রাজু মিঞা, মোহাম্মদ হোসেন ও তাহা আলমকে গ্রেপ্তার করা হয়েছে । প্রথম দু'জনের বাড়ি দিনহাটা থানার বড় মরিচা ও অপর জনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের মাথাভাঙা আদালতে পাঠানো হয়েছে । এই পাচারচক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে ঘোকসাডাঙা থানার পুলিশ ।

Intro:মাথাভাঙ্গায় ৪৯ টি গরু সহ দুটি পিকআপ গাড়ি আটক,গ্রেপ্তার তিন পাচারকারী ৷


কোচবিহার :১২ নভেম্বর :


৪৯ টি গরু সহ দুটি পিকাপ ভ্যান উদ্ধার করে মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গরু পাচারে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের নিয়ে টহল দিচ্ছিলেন ঘোকসাডাঙ্গা থানার এএসআই শঙ্কর রায়। ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায়ের কাছে গোপন এক সূত্রে খবর আসে যে ,জাতীয় সড়ক দিয়ে গোরু পাচার হতে পারে।আর এই খবরের প্রেক্ষিতে এএসআই শঙ্কর রায় পুন্ডিবাড়ি -ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কে কোচবিহার চা বাগান সংলগ্ন এলাকায় ওঁত পেতে বসে থাকেন ,কড়া নজরদাঁড়িও রাখা হয় ।ঘটনাস্থলে যান ওসি দেবাশীষ রায় ও।ফালাকাটা থেকে কোচবিহার অভিমুখে দুটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল।দেবাশীষ বাবুর নেতৃত্বে পুলিশ কর্মীরা পিছু ধাওয়া করে কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান দুটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।পিকআপ ভ্যান দুটিতে ভেতরে ৪৯ টি গরু উদ্দার হয় ।গোরু গুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক সহ তিন জন কে আটক ও পরে গ্রেফতার করা হয়।



পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুটি পিকআপ ভ্যানে কাঠের পাটাতন দিয়ে দোতলা বানিয়ে অমানবীকভাবে এবং অবৈধ ভাবে ৪৯ টি গোরু পাচার করা হচ্ছিল ।গোরু গুলোকে স্থানীয় খোয়াড়ে রাখা হয়েছে।এই কান্ডে জড়িত থাকার দায়ে রাজু মিয়া ,মোহাম্মদ হোসেন ও তাহা আলম কে গ্রেফতার করা হয়েছে।প্রথম দুই জনের বাড়ি দিনহাটা থানার বড় মরিচা ও অপর জনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়।ধৃতদের নামে মামলা রুজু করে ধৃতদের মাথাভাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।এই পাচার চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ঘোকসাডাংগা থানার পুলিশ।Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.