ETV Bharat / state

ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার চেষ্টা , ধৃত 3 ব্যাঙ্ককর্মী সহ 4 জন

দিন কয়েক আগে ওই বেসরকারি ব্যাংকের গ্রাহক দিনহাটার বাসিন্দা ভবেন চন্দ্র বর্মন এর কাছে ব্যাংক থেকে ফোন আসে । তাঁকে বলা হয় তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে 48 হাজার টাকা তোলা হয়েছে । এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তোলা হয়েছে সেই টাকা । তারপর সেই টাকা ব্যাংকে জমা করতে বলা হয় ভবেন বাবুকে । এই কথা শুনে চিন্তায় পড়ে যান তিনি । কারণ ওনার ক্রেডিট কার্ড নেই এবং তিনি ক্রেডিট কার্ডের জন্য কোনও আবেদনও করেননি । এবং ওই টাকাও উনি তোলেননি । এরপরই গোটা বিষয়টি জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ করেন ভবেন চন্দ্র বর্মন ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 12, 2021, 6:54 PM IST

কোচবিহার, 12 মার্চ : ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণা চক্রের হদিশ মিলল দিনহাটায় । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক বেসরকারি ব্যাংকের ৩ কর্মীকে গ্রেফতার করেছে । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক এজেন্টকেও ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই বেসরকারি ব্যাংকের গ্রাহক দিনহাটার বাসিন্দা ভবেন চন্দ্র বর্মন এর কাছে ব্যাংক থেকে ফোন আসে । তাঁকে বলা হয় তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে 48 হাজার টাকা তোলা হয়েছে । এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তোলা হয়েছে সেই টাকা । তারপর সেই টাকা ব্যাংকে জমা করতে বলা হয় ভবেন বাবুকে । এই কথা শুনে চিন্তায় পড়ে যান তিনি । কারণ ওনার ক্রেডিট কার্ড নেই এবং তিনি ক্রেডিট কার্ডের জন্য কোনও আবেদনও করেননি । এবং ওই টাকাও উনি তোলেননি । এরপরই গোটা বিষয়টি জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ করেন ভবেন চন্দ্র বর্মন ।

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে, ধৃত ৪

ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার চেষ্টা

দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ মেহেবুব রহমান নামে এক এজেন্টকে গ্রেফতার করে । এরপরই জানা যায় মেহেবুব রহমান ভবেন বাবুর কাছ থেকে বিভিন্ন বিষয়ে সই করে নিয়ে নিজেই ক্রেডিট কার্ডের আবেদন জানান । এরপর অপর একটি নম্বর দিয়ে সে পোস্ট অফিস থেকে ক্রেডিট কার্ড তুলে নেয় । তারপর সেই ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে 48 হাজার টাকা তোলা হয় ।

আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে কোচবিহারের কোভিড যোদ্ধারা

এই ঘটনায় ব্যাংকের 3 কর্মী কৌশিক চক্রবর্তী, বিপ্লব মজুমদার এবং নিশীথ সিংহকে গ্রেফতার করা হয়েছে । দিনহাটা পুলিশের এসডিপিও অমিত ভার্মা বলেন, এ ধরনের প্রতারণা এই প্রথম আমাদের নজরে এসেছে। ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে ।

কোচবিহার, 12 মার্চ : ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণা চক্রের হদিশ মিলল দিনহাটায় । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক বেসরকারি ব্যাংকের ৩ কর্মীকে গ্রেফতার করেছে । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক এজেন্টকেও ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই বেসরকারি ব্যাংকের গ্রাহক দিনহাটার বাসিন্দা ভবেন চন্দ্র বর্মন এর কাছে ব্যাংক থেকে ফোন আসে । তাঁকে বলা হয় তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে 48 হাজার টাকা তোলা হয়েছে । এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তোলা হয়েছে সেই টাকা । তারপর সেই টাকা ব্যাংকে জমা করতে বলা হয় ভবেন বাবুকে । এই কথা শুনে চিন্তায় পড়ে যান তিনি । কারণ ওনার ক্রেডিট কার্ড নেই এবং তিনি ক্রেডিট কার্ডের জন্য কোনও আবেদনও করেননি । এবং ওই টাকাও উনি তোলেননি । এরপরই গোটা বিষয়টি জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ করেন ভবেন চন্দ্র বর্মন ।

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে, ধৃত ৪

ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার চেষ্টা

দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ মেহেবুব রহমান নামে এক এজেন্টকে গ্রেফতার করে । এরপরই জানা যায় মেহেবুব রহমান ভবেন বাবুর কাছ থেকে বিভিন্ন বিষয়ে সই করে নিয়ে নিজেই ক্রেডিট কার্ডের আবেদন জানান । এরপর অপর একটি নম্বর দিয়ে সে পোস্ট অফিস থেকে ক্রেডিট কার্ড তুলে নেয় । তারপর সেই ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে 48 হাজার টাকা তোলা হয় ।

আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে কোচবিহারের কোভিড যোদ্ধারা

এই ঘটনায় ব্যাংকের 3 কর্মী কৌশিক চক্রবর্তী, বিপ্লব মজুমদার এবং নিশীথ সিংহকে গ্রেফতার করা হয়েছে । দিনহাটা পুলিশের এসডিপিও অমিত ভার্মা বলেন, এ ধরনের প্রতারণা এই প্রথম আমাদের নজরে এসেছে। ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.