কোচবিহার, 5 জুন : ফের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 4 বাংলাদেশি ৷ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (4 Bangladeshi arrested in Cooch Behar in Allegation of Illegal Infiltration) ।
সূত্র মারফত খবর পেয়ে শনিবার বিএসএফের 148 নম্বরের ব্যাটেলিয়নের জওয়ানরা মেখলিগঞ্জ শহর থেকে চারজনকে আটক করে ৷ ধৃতদের নাম মোহাম্মদ আসাদুল শেখ, নাসির শেখ, ফাইসল শেখ ও রিয়াজুল হালদার ৷ এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা ৷ ধৃত চারজন মেখলিগঞ্জের খোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলেও বিএসএফের নজরদারিতে তারা ধরা পড়ে যায় ৷
শনিবার ধৃতদের মেখলিগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ রবিবার তাদেরকে আদালতে তোলা হবে ৷ মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন : Infiltration Cooch Behar : কোচবিহারে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত 3 মায়ানমার নাগরিক