ETV Bharat / state

দিনহাটা থেকে 33 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2

33 কেজি গাঁজা সহ গ্রেফতার 2 ৷ দিনহাটার কৃষিমেলা সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ ৷

দিনহাটা থেকে 33 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2
দিনহাটা থেকে 33 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2
author img

By

Published : Mar 27, 2021, 5:39 PM IST

দিনহাটা, 27 মার্চ : দিনহাটা থেকে 33 কেজি গাঁজা সহ গ্রেফতার 2। শুক্রবার রাত 12 টা নাগাদ বিশেষ সূত্রে খবর পেয়ে কৃষিমেলা সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের নাম রফিকুল ইসলাম (35) ও বাপি হক (23)। এরা দুজনেই দিনহাটা থানার ছোটো বোয়াল মারি ও পেটলা অঞ্চলে বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় গাঁজা চাষ হয়ে থাকে। গাঁজা উৎপাদন হয়ে গেলে ভিনরাজ্য থেকে ব্যবসায়ীরা এসে গাঁজা নিয়ে যায়। এই বেআইনিভাবে গাঁজা চাষ বন্ধ করতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন :গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদায়, গ্রেফতার 2

দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এসডিপিও অমিত ভার্মা বলেন, "এর আগেও গাঁজা উদ্ধারে দিনহাটা থানার পুলিশ সাফাল্য দেখিয়েছে ৷ তবে এবারের সাফাল্য উল্লেখযোগ্য।" তিনি আরও জানান, " বিশেষ সূত্রে খবর পেয়েই শুক্রবার রাত 12 টা নাগাদ অভিযান চালানো হয় ৷ সেসময় প্রায় 33 কেজি গাঁজা সহ আমরা দুজন যুবককে গ্রেফতার করি। আগামীতে এধরনের অভিযান আরও চলতে থাকবে ৷"

দিনহাটা, 27 মার্চ : দিনহাটা থেকে 33 কেজি গাঁজা সহ গ্রেফতার 2। শুক্রবার রাত 12 টা নাগাদ বিশেষ সূত্রে খবর পেয়ে কৃষিমেলা সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের নাম রফিকুল ইসলাম (35) ও বাপি হক (23)। এরা দুজনেই দিনহাটা থানার ছোটো বোয়াল মারি ও পেটলা অঞ্চলে বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় গাঁজা চাষ হয়ে থাকে। গাঁজা উৎপাদন হয়ে গেলে ভিনরাজ্য থেকে ব্যবসায়ীরা এসে গাঁজা নিয়ে যায়। এই বেআইনিভাবে গাঁজা চাষ বন্ধ করতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন :গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদায়, গ্রেফতার 2

দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এসডিপিও অমিত ভার্মা বলেন, "এর আগেও গাঁজা উদ্ধারে দিনহাটা থানার পুলিশ সাফাল্য দেখিয়েছে ৷ তবে এবারের সাফাল্য উল্লেখযোগ্য।" তিনি আরও জানান, " বিশেষ সূত্রে খবর পেয়েই শুক্রবার রাত 12 টা নাগাদ অভিযান চালানো হয় ৷ সেসময় প্রায় 33 কেজি গাঁজা সহ আমরা দুজন যুবককে গ্রেফতার করি। আগামীতে এধরনের অভিযান আরও চলতে থাকবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.