ETV Bharat / state

মাথাভাঙায় 6টি বাইসনের তাণ্ডব, আহত 3

কোচবিহারের মাথাভাঙায় ছয়টি বাইসনের তাণ্ডবে আহত হলেন তিন ব্যক্তি ৷ তার মধ্যে একজন গুরুতরভাবে আহত ৷

mathabhanga
মাথাভাঙ্গায় বাইসনের তাণ্ডব
author img

By

Published : Jan 29, 2020, 1:45 AM IST

কোচবিহার, ২৮ জানুয়ারি : ফের বাইসনের তাণ্ডব মাথাভাঙায় ৷ ছয়টি বাইসনের দাপটে মাথাভাঙা 2 নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ান বস ও মুকুলডাঙা গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ বাইসনের গুঁতোয় আহত হয়েছেন তিন ব্যক্তি ৷ যার মধ্যে একজন গুরুতরভাবে জখম হন ৷

মঙ্গলবার মাথাভাঙা-২ ব্লকের বড় শৌলমারি এলাকায় দাপিয়ে বেড়ায় ওই ছয়টি বাইসন । বাইসনের গুঁতোয় আহত হন দুই ব্যক্তি ৷ এর মধ্যে সামিনুর মিয়াঁ নামে বছর আঠাশের এক যুবক গুরুতর জখম হন ৷ তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকায় । তিনি বড় শৌলমারির পশ্চিম মুকুলডাঙায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন । বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি । এছাড়াও বাইসনের তাণ্ডবে কৃষকদের জমির ফসলও নষ্ট হয় ৷

মাথাভাঙায় বাইসনের তাণ্ডব

খবর পেয়ে আসে মাথাভাঙা ডিভিশনের বন দপ্তরের আধিকারিক এবং পুলিশ ৷ বন দপ্তরের অধিকারিকরা বাইসনগুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এক অফিসার আহত হয়েছেন বলে জানা যায় ৷ এই বিষয়ে বন দপ্তরের মাথাভাঙার রেঞ্জার সজল পাল বলেন, "এলাকায় ৫-৬টি বাইসন এসেছে । বাইসনগুলিকে ঘুমপাড়ানি গুলি করে ঘায়েল করার চেষ্টা করা হয় । দুটি বাইসন সম্ভবত মানসাই নদী পার হয়ে মাথাভাঙা -১ ব্লকের দিকে চলে গেছে ।" পরিস্থিতির উপর নজর রাখছে বন দপ্তর ও ঘোকসাডাঙা থানার পুলিশ ।

কোচবিহার, ২৮ জানুয়ারি : ফের বাইসনের তাণ্ডব মাথাভাঙায় ৷ ছয়টি বাইসনের দাপটে মাথাভাঙা 2 নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ান বস ও মুকুলডাঙা গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ বাইসনের গুঁতোয় আহত হয়েছেন তিন ব্যক্তি ৷ যার মধ্যে একজন গুরুতরভাবে জখম হন ৷

মঙ্গলবার মাথাভাঙা-২ ব্লকের বড় শৌলমারি এলাকায় দাপিয়ে বেড়ায় ওই ছয়টি বাইসন । বাইসনের গুঁতোয় আহত হন দুই ব্যক্তি ৷ এর মধ্যে সামিনুর মিয়াঁ নামে বছর আঠাশের এক যুবক গুরুতর জখম হন ৷ তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকায় । তিনি বড় শৌলমারির পশ্চিম মুকুলডাঙায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন । বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি । এছাড়াও বাইসনের তাণ্ডবে কৃষকদের জমির ফসলও নষ্ট হয় ৷

মাথাভাঙায় বাইসনের তাণ্ডব

খবর পেয়ে আসে মাথাভাঙা ডিভিশনের বন দপ্তরের আধিকারিক এবং পুলিশ ৷ বন দপ্তরের অধিকারিকরা বাইসনগুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এক অফিসার আহত হয়েছেন বলে জানা যায় ৷ এই বিষয়ে বন দপ্তরের মাথাভাঙার রেঞ্জার সজল পাল বলেন, "এলাকায় ৫-৬টি বাইসন এসেছে । বাইসনগুলিকে ঘুমপাড়ানি গুলি করে ঘায়েল করার চেষ্টা করা হয় । দুটি বাইসন সম্ভবত মানসাই নদী পার হয়ে মাথাভাঙা -১ ব্লকের দিকে চলে গেছে ।" পরিস্থিতির উপর নজর রাখছে বন দপ্তর ও ঘোকসাডাঙা থানার পুলিশ ।

Intro:মাথাভাঙ্গায় ছয়টি বাইশনের তাণ্ডব,আহত তিন,গুরুতর এক৷

কোচবিহার :২৮ জানুয়ারি :

ফের বাইসনের তাণ্ডব মাথাভাঙ্গায়৷
মাথাভাঙ্গা দুই নং ব্লকের বড় শৌলমারি গ্রামপঞ্চায়েত এলাকার দেওয়ান বস ও মুকুলডাঙ্গা গ্রামে ৬টি বাইসনে দাপটে আতঙ্ক ছড়ায় এলাকাবাসী মধ্যে৷ কৃষকদের জমির ফসল নষ্ট হয়৷ খবর পেয়ে ছুটে আসে মাথাভাঙ্গা ডিভিশনের বন দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ৷বন দপ্তরের অধিকারিক বাইসন গুলি উদ্দারের চেষ্টা করলে এক অফিসার আহত হয়েছে বলে জানা যায় ৷ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়৷


এদিন ,মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারিতে এলাকায় দাপিয়ে বেড়ায় ঐ ৬টি বাইসন। বাইসনের গুঁতোয় আহত হন দুই ব্যক্তি ,এর মধ্যে সামিনুর মিয়াঁ (২৮) নামে এক যুবক গুরুতর জখম হন । তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকায়। তিনি বড় শৌলমারির পশ্চিম মুকুল ডাঙ্গায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঐ বিষয়ে বন দপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল জানান এলাকায় ৫-৬টি বাইসন এসেছে । বাইসনগুলিকে ঘুমপাড়ানি গুলি করে ঘায়েল করার চেষ্টা করা হয় । দুটি বাইসন সম্ভবত মানসাই নদী পার হয়ে মাথাভাঙ্গা-১ ব্লকের দিকে চলে গিয়েছে।

পরিস্থিতির ওপর নজর রাখছে বন দপ্তর ও ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।Body:COB Conclusion:পরিস্থিতি নজর রাখছে পুলিশ ও বন দপ্তর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.