ETV Bharat / state

Road Accident : কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 5 - 2 died and 5 injured in a road accident at mathabhanga

মাথাভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল গাড়ি ৷ চালক-সহ মৃত দুই, আহত পাঁচ ৷ কোচবিহারের মাথাভাঙা সড়কের নিশিগঞ্জের সিটকিবাড়ি এলাকার ঘটনা (Road Accident)৷

cooch behar
কোচবিহারে পথ দুর্ঘটনা
author img

By

Published : May 30, 2022, 9:16 PM IST

কোচবিহার, 30 মে : নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দু'জনের (2 died and 5 injured in a road accident at Mathabhanga)৷ আহত পাঁচ ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা সড়কের নিশিগঞ্জের সিটকিবাড়ি এলাকার । দুর্ঘটনায় মৃত মহিলার নাম মনোয়ারা বেওয়া । এছাড়াও গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে, তবে তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি । আহতরা হলেন মোসারফ হোসেন, মিনু বিবি, মোস্তাক আলি, অঞ্জু বিবি, অফিজুদ্দিন মিয়াঁ । এদের প্রত্যেকেরই বাড়ি শীতলকুচির নলগ্রাম এলাকায় । সকলেই একই পরিবারের বলে জানা গিয়েছে ৷

সোমবার দুপুর তিনটে নাগাদ একটি চারচাকা গাড়িতে 7 জন মিলে কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিলেন । রাজ্য সড়কে একটি মোটর সাইকেল সামনে চলে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও এক যাত্রীর ।

কোচবিহারে পথ দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের প্রতিক্রিয়া

স্থানীয়রা এসে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখান থেকে কয়েকজনকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।আহতদের দেখতে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷

আরও পড়ুন : Cooch Behar Accident : কোচবিহারের পাকুরতলা দোকানে ঢুকে পড়ল ডাম্পার, মৃত 4

কোচবিহার, 30 মে : নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দু'জনের (2 died and 5 injured in a road accident at Mathabhanga)৷ আহত পাঁচ ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা সড়কের নিশিগঞ্জের সিটকিবাড়ি এলাকার । দুর্ঘটনায় মৃত মহিলার নাম মনোয়ারা বেওয়া । এছাড়াও গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে, তবে তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি । আহতরা হলেন মোসারফ হোসেন, মিনু বিবি, মোস্তাক আলি, অঞ্জু বিবি, অফিজুদ্দিন মিয়াঁ । এদের প্রত্যেকেরই বাড়ি শীতলকুচির নলগ্রাম এলাকায় । সকলেই একই পরিবারের বলে জানা গিয়েছে ৷

সোমবার দুপুর তিনটে নাগাদ একটি চারচাকা গাড়িতে 7 জন মিলে কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিলেন । রাজ্য সড়কে একটি মোটর সাইকেল সামনে চলে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও এক যাত্রীর ।

কোচবিহারে পথ দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের প্রতিক্রিয়া

স্থানীয়রা এসে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখান থেকে কয়েকজনকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।আহতদের দেখতে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷

আরও পড়ুন : Cooch Behar Accident : কোচবিহারের পাকুরতলা দোকানে ঢুকে পড়ল ডাম্পার, মৃত 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.