কোচবিহার, 26 মে : ফের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুইজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (2 Bangladeshi arrested for entering India illegally) । বুধবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে 148 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের গ্রেফতার করেন ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই দুই বাংলাদেশি নাগরিকের নাম আমিনুর ইসলাম ও আমিনা আখতার। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ৷ তাদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহতে । বিএসএফ সূত্রে আরও খবর, তারা দু'জন অবৈধভাবে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল । ঠিক সেইসময় তাদেরকে দেখতে পায় জওয়ানরা ৷
আরও পড়ুন : মাঝারি বৃষ্টির সঙ্গেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম
প্রাথমিকভাবে দু'জনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ ৷ এরপর তাদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় । মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে , ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ সূত্রের খবর, ধৃত দু'জন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল । এরপর এদিন বাংলাদেশে ফেরার পথে ধরা পরে বিএসএফ-এর হাতে ।