ETV Bharat / state

ATM Fraud Case : কোচবিহারে এটিএম জালিয়াতি চক্রের অভিযোগে গ্রেফতার 2

author img

By

Published : May 26, 2022, 10:38 PM IST

দীর্ঘদিন ধরে এটিএম কার্ড দিয়ে প্রতারণা চালানোর অভিযোগ আসছিল (ATM Fraud Case)৷ সূত্র মারফত খবর পেয়ে তল্লাশি করতেই কোচবিহারের হলদিবাড়ি থেকে গ্রেফতার দুই অভিযুক্ত ৷

ATM Fraud Case
এটিএম জালিয়াতি

কোচবিহার, 26 মে : এটিএমের জালিয়াতি চক্রে অভিযুক্ত দু'জন গ্রেফতার কোচবিহারের হলদিবাড়িতে (Arrested 2 on ATM Fraud Case in Cooch Behar)। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে হলদিবাড়ির বাজার চত্বর থেকে ওই চক্রের মূল দুই পাণ্ডাকে গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ ।

ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের প্রায় 60টি এটিএম কার্ড ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতদের নাম রোহিত কুমার, বাড়ি বিহারের কোপালগঞ্জ জেলার দুমারিয়া এলাকায় । অন্যজনের নাম মহেশ তামাং, বাড়ি দার্জিলিং জেলার মাটিগাড়া থানার অন্তর্গত ড্রাই ফিশ মার্কেট এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় গিয়ে এটিএমের প্রতারণা চালাত । ওই এটিএম কার্ডগুলো দিয়ে বিভিন্ন গ্রাহকের পিন নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হত । হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া বলেন, "ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : ATM Robbery : রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টায় গ্রেফতার মানসিক ভারসাম্যহীন যুবক

কোচবিহার, 26 মে : এটিএমের জালিয়াতি চক্রে অভিযুক্ত দু'জন গ্রেফতার কোচবিহারের হলদিবাড়িতে (Arrested 2 on ATM Fraud Case in Cooch Behar)। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে হলদিবাড়ির বাজার চত্বর থেকে ওই চক্রের মূল দুই পাণ্ডাকে গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ ।

ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের প্রায় 60টি এটিএম কার্ড ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতদের নাম রোহিত কুমার, বাড়ি বিহারের কোপালগঞ্জ জেলার দুমারিয়া এলাকায় । অন্যজনের নাম মহেশ তামাং, বাড়ি দার্জিলিং জেলার মাটিগাড়া থানার অন্তর্গত ড্রাই ফিশ মার্কেট এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় গিয়ে এটিএমের প্রতারণা চালাত । ওই এটিএম কার্ডগুলো দিয়ে বিভিন্ন গ্রাহকের পিন নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হত । হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া বলেন, "ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : ATM Robbery : রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টায় গ্রেফতার মানসিক ভারসাম্যহীন যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.