ETV Bharat / state

সম্ভাবনা নেই বৃষ্টির, গরম বাড়ছে দক্ষিণবঙ্গে - increase temparature

আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ জানালো হাওয়া অফিস । পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই
author img

By

Published : May 10, 2019, 6:32 PM IST

Updated : May 10, 2019, 8:20 PM IST

কলকাতা, 10 মে : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে । আগামী দু'দিনও পরিস্থিতি একইরকম থাকবে । সেইসঙ্গে গতকালের পর আজ ফের আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । কলকাতায় আগামী দিনগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে । আর সর্বনিম্ন তাপমাত্রা 28-29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ।

ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে । আগামী দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে উপকূলের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে । সেইসঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণও বেশি থাকবে ।

তবে উত্তরবঙ্গের 5টি জেলায় 48 ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস।

একনজরে দেখে নেওয়া যাক গত 24 ঘণ্টায় রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল :

  • আসানসোল- 42 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া- 41.5 ডিগ্রি সেলসিয়াস
  • বহরমপুর- 41.4 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান- 40.0 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা- 40.7 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম- 39.5 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা - 38.3 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর- 40.3 ডিগ্রি সেলসিয়াস
  • পানাগড়- 41.3 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন - 40.0 ডিগ্রি সেলসিয়াস
  • উলুবেড়িয়া- 38.9 ডিগ্রি সেলসিয়াস

কলকাতা, 10 মে : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে । আগামী দু'দিনও পরিস্থিতি একইরকম থাকবে । সেইসঙ্গে গতকালের পর আজ ফের আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । কলকাতায় আগামী দিনগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে । আর সর্বনিম্ন তাপমাত্রা 28-29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ।

ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে । আগামী দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে উপকূলের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে । সেইসঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণও বেশি থাকবে ।

তবে উত্তরবঙ্গের 5টি জেলায় 48 ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস।

একনজরে দেখে নেওয়া যাক গত 24 ঘণ্টায় রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল :

  • আসানসোল- 42 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া- 41.5 ডিগ্রি সেলসিয়াস
  • বহরমপুর- 41.4 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান- 40.0 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা- 40.7 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম- 39.5 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা - 38.3 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর- 40.3 ডিগ্রি সেলসিয়াস
  • পানাগড়- 41.3 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন - 40.0 ডিগ্রি সেলসিয়াস
  • উলুবেড়িয়া- 38.9 ডিগ্রি সেলসিয়াস
Intro:দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। গতকাল থেকে পশ্চিমের জেলা গুলোতে তাপপ্রবাহ সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুদিন ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলা তাপ ও প্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতর নয় জেলায় তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপ প্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস হারিয়ে গেছে। আগামী দিনেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রী আরো বৃদ্ধি পেতে চলেছে। আগামী 48 ঘণ্টায় পশ্চিমের জেলা কত তাপমাত্রা 40 থেকে 42 সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


Body:এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির কোন খবর নেই। আগামীকাল দিনে এই কষ্টকর গরম থেকে রেহাই মিলবে না। একদিকে যেমন পশ্চিমের জেলা গুলোতে তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে,অন্যদিকে উপকূলের জেলাগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রী বেশী থাকবে। সেই সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী 2-3 দিন ও রেহাইমিলবে না।আগামী 48ঘন্টায় উত্তরবঙ্গেপর 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহার পরিমানে বেশী।বৃষ্টিপাত হবে। কলকাতায় দিননের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


Conclusion:আসানসোল-42
বাঁকুড়া-41.5
বহরমপুর-41.4
বর্ধমান-40.0
কলাইকুন্ডা-40.7
দমদম-39.5
মালদা -38.3
মেদিনীপুর-40.3
পানাগর-41.3
শ্রীনিকেতন 40.0
উলুবেরিয়া-38.9

কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রী সেলসিয়াস।
Last Updated : May 10, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.