ETV Bharat / state

ওয়াই চ্যানেলেই অনশনে বসবেন, জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষকরা - dharmatala

আজ সকাল 11টায় সেন্ট্রাল অ্যাভিনিউ কালীবাড়ি থেকে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন বিক্ষোভকারীরা । সেখানেই অনশনে বসবেন তাঁরা ।

ওয়াই চ্যানেলেই অনশনে বসবেন, জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষকরা
author img

By

Published : Jul 15, 2019, 4:35 AM IST

কলকাতা, 15 জুলাই : ফের অনশন কর্মসূচির স্থান পরিবর্তন করতে কার্যত বাধ্য হলেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা । প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতনবৃদ্ধি ও PTTI সার্টিফিকেট রয়েছে এমন প্রার্থীদের নিয়োগের দাবিতে আজ থেকে অনশনে বসার পরিকল্পনা আগেই নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন ।

সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, প্রথমে তাঁরা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসতে চেয়েছিলেন । কিন্তু, পুলিশ 21 জুলাইয়ের কর্মসূচির কথা বলে তাঁদের রানি রাসমণি রোডে বসার অনুমতি দেয় । তবে কিছুদিন পর কলকাতার কোনও জায়গাতেই বসার অনুমতি দেওয়া যাবে না বলে লালবাজারের তরফে জানানো হয় । এদিকে, আগে থেকেই করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বসার অনুমতি নিয়ে রেখেছিলেন তাঁরা । তাই সেখানেই অনশন কর্মসূচি পালন করবেন বলে জানানো হয় । কিন্তু, গতকাল বিধাননগর পুলিশ সেই অনুমতিও প্রত্যাহার করে নেয়। শেষে সেনাবাহিনীর ছাড়পত্রকে হাতিয়ার করে ওয়াই চ্যানেলেই অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিন্টুবাবু । তাঁর বক্তব্য, "পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে অনশন শুরু করে দেব আমরা । লালবাজারে তুলে নিয়ে গেলে সেখানেই অনশন করব ।"

আজ সকাল 11টায় সেন্ট্রাল অ্যাভিনিউ কালীবাড়ি থেকে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন বিক্ষোভকারীরা । জয় ব্যানার্জি, অগ্নিমিত্রা পলের মতো বেশ কয়েকজন এই মিছিলের সূচনা করবেন বলে জানান পিন্টু পাড়ুই ।

একাধিকবার অনুমতি দিয়েও তা প্রত্যাহারের পিছনে রাজ্য সরকারের ভয় কাজ করছে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন । শিক্ষামন্ত্রীও প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন ।" তাঁর বক্তব্য, "পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদেরর বেতন কাঠামো ন্যূনতম যোগ্যতা অনুযায়ী করা হোক ।"

কলকাতা, 15 জুলাই : ফের অনশন কর্মসূচির স্থান পরিবর্তন করতে কার্যত বাধ্য হলেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা । প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতনবৃদ্ধি ও PTTI সার্টিফিকেট রয়েছে এমন প্রার্থীদের নিয়োগের দাবিতে আজ থেকে অনশনে বসার পরিকল্পনা আগেই নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন ।

সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, প্রথমে তাঁরা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসতে চেয়েছিলেন । কিন্তু, পুলিশ 21 জুলাইয়ের কর্মসূচির কথা বলে তাঁদের রানি রাসমণি রোডে বসার অনুমতি দেয় । তবে কিছুদিন পর কলকাতার কোনও জায়গাতেই বসার অনুমতি দেওয়া যাবে না বলে লালবাজারের তরফে জানানো হয় । এদিকে, আগে থেকেই করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বসার অনুমতি নিয়ে রেখেছিলেন তাঁরা । তাই সেখানেই অনশন কর্মসূচি পালন করবেন বলে জানানো হয় । কিন্তু, গতকাল বিধাননগর পুলিশ সেই অনুমতিও প্রত্যাহার করে নেয়। শেষে সেনাবাহিনীর ছাড়পত্রকে হাতিয়ার করে ওয়াই চ্যানেলেই অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিন্টুবাবু । তাঁর বক্তব্য, "পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে অনশন শুরু করে দেব আমরা । লালবাজারে তুলে নিয়ে গেলে সেখানেই অনশন করব ।"

আজ সকাল 11টায় সেন্ট্রাল অ্যাভিনিউ কালীবাড়ি থেকে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন বিক্ষোভকারীরা । জয় ব্যানার্জি, অগ্নিমিত্রা পলের মতো বেশ কয়েকজন এই মিছিলের সূচনা করবেন বলে জানান পিন্টু পাড়ুই ।

একাধিকবার অনুমতি দিয়েও তা প্রত্যাহারের পিছনে রাজ্য সরকারের ভয় কাজ করছে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন । শিক্ষামন্ত্রীও প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন ।" তাঁর বক্তব্য, "পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদেরর বেতন কাঠামো ন্যূনতম যোগ্যতা অনুযায়ী করা হোক ।"

Intro:
কলকাতা, ১৩ জুলাই: আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার (PUBDET-২০১৯) ফলাফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড। আর এদিন ফলাফল নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট। তাঁদের অভিযোগ, জয়েন্ট বোর্ড কোনও মেধাতালিকা প্রকাশ করেনি। পরীক্ষার্থীরা শুধু তাঁদের র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছেন। র্যাঙ্ক কার্ডে নেই কোনও সিরিয়াল নম্বর। অবিলম্বে সিরিয়াল নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে। মূলত এই দাবি ও আরো কয়েকটি দাবি নিয়ে সোমবার অ্যাডমিশন কমিটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Body:আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট একটি বিবৃতি দিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছে‌। তাতে লেখা আছে, প্রকাশিত হল PUBDET ২০১৯-এর ফল। গতবছরের ধরা বজায় রেখে এই বছরও সেই ফলাফলে দেখা যাচ্ছে একাদিক অস্বচ্ছতা। আজ জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পর দেখা যায় সেখানে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীরা কেবল নিজেদের র্যাঙ্ক কার্ড সংগ্রহ করতে পারছে। সেখানেও মিলেছে একাধিক অসঙ্গতি। জয়েন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত র্যাঙ্ক কার্ডে এবার কোনো সিরিয়াল নম্বরের উল্লেখ নেই। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রায়শই একাদিক পরীক্ষার্থী একই র্যাঙ্ক অর্জন করলেও তাদের সিরিয়াল নম্বর ভিন্ন হয় ও ভর্তির ক্ষেত্রে সিরিয়াল নম্বর মুখ্য ভূমিকা পালন করে। একইসাথে এইবারের ফলাফলে মেধাতালিকা এবং সিরিয়াল নম্বরের অনুপস্থিতি স্বাভাবিক ভাবেই অস্বচ্ছতার প্রবণতাকে প্রকট করে।

এ ছাড়া, কাউন্সেলিং নিয়েও একাধিক অভিযোগ তোলেন প্রেসিডেন্সির SFI ইউনিট। বিবৃতিতে বলা হয়েছে, কাউন্সেলিংয়ের নোটিশেও একাধিক অসংবেদনশীল পদক্ষেপের উল্লেখ পাওয়া যাচ্ছে। প্রথমত, প্রতিটি বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য এবারও ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে। ২০১৭ সালে যা ছিল ১০০ টাকা। গতবছর সব কটি ছাত্র সংগঠন ও মঞ্চ একযোগে আন্দোলন করলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন যে এবার অর্থাৎ ২০১৯-এ কাউন্সেলিং ফি কমানো হবে। বাস্তবে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দ্বিতীয়ত, প্রতিবছর জয়েন্ট বোর্ড প্রথম কাউন্সেলিং লিস্ট আগে প্রকাশ করে। তারপরে অনলাইনে রেজিস্ট্রেশন ও কাউন্সেলিং হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে, অনলাইনে রেজিস্টার করার পরে প্রথম কাউন্সেলিং লিস্ট প্রকাশিত হবে। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা অনলাইনে রেজিস্টার করার সময় জানতে পারবে না তারা আদৌ প্রথম কাউন্সিলিংয়ে ডাক পাবেন কিনা। শুধুমাত্র আয় বৃদ্ধির জন্য এই পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়।

এই অস্বচ্ছতা ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিট। তাঁদের তরফ থেকে দুটি দাবি তোলা হয়েছে। এই দাবিগুলি নিয়ে সোমবার বেলা ১০টায় তাঁরা অ্যাডমিশন কমিটির চেয়ারম্যানের কাছে যাবেন বলে জানাচ্ছেন SFI-এর কলকাতা কমিটির সদস্য মঞ্জিমা দাশগুপ্ত। সেই দাবিগুলি হল,

১.অবিলম্বে সিরিয়াল নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে।
২. অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টাল প্রথম কাউন্সেলিং লিস্ট প্রকাশের পরেও খোলা রাখতে হবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের মেধাতালিকা প্রকাশের দাবি নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের (WBJEEB) চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "আমরা রেজাল্ট বের করেছি। রেজাল্ট বার করেছি, তাতে তাঁরা তাঁদের ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক দেখতে পাবে। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আমাদের যা রিকোয়েস্ট করেছে, আমরা দিয়ে দেব মেরিট লিস্ট।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.