কলকাতা, 15 জুলাই : ফের অনশন কর্মসূচির স্থান পরিবর্তন করতে কার্যত বাধ্য হলেন প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্রছাত্রীরা । প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতনবৃদ্ধি ও PTTI সার্টিফিকেট রয়েছে এমন প্রার্থীদের নিয়োগের দাবিতে আজ থেকে অনশনে বসার পরিকল্পনা আগেই নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন ।
সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, প্রথমে তাঁরা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসতে চেয়েছিলেন । কিন্তু, পুলিশ 21 জুলাইয়ের কর্মসূচির কথা বলে তাঁদের রানি রাসমণি রোডে বসার অনুমতি দেয় । তবে কিছুদিন পর কলকাতার কোনও জায়গাতেই বসার অনুমতি দেওয়া যাবে না বলে লালবাজারের তরফে জানানো হয় । এদিকে, আগে থেকেই করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বসার অনুমতি নিয়ে রেখেছিলেন তাঁরা । তাই সেখানেই অনশন কর্মসূচি পালন করবেন বলে জানানো হয় । কিন্তু, গতকাল বিধাননগর পুলিশ সেই অনুমতিও প্রত্যাহার করে নেয়। শেষে সেনাবাহিনীর ছাড়পত্রকে হাতিয়ার করে ওয়াই চ্যানেলেই অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিন্টুবাবু । তাঁর বক্তব্য, "পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে অনশন শুরু করে দেব আমরা । লালবাজারে তুলে নিয়ে গেলে সেখানেই অনশন করব ।"
আজ সকাল 11টায় সেন্ট্রাল অ্যাভিনিউ কালীবাড়ি থেকে মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন বিক্ষোভকারীরা । জয় ব্যানার্জি, অগ্নিমিত্রা পলের মতো বেশ কয়েকজন এই মিছিলের সূচনা করবেন বলে জানান পিন্টু পাড়ুই ।
একাধিকবার অনুমতি দিয়েও তা প্রত্যাহারের পিছনে রাজ্য সরকারের ভয় কাজ করছে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন । শিক্ষামন্ত্রীও প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন ।" তাঁর বক্তব্য, "পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদেরর বেতন কাঠামো ন্যূনতম যোগ্যতা অনুযায়ী করা হোক ।"