ETV Bharat / state

হাসপাতালের গেট থেকে রড চুরি, জানে না কর্তৃপক্ষ - kolkata

হাসপাতাল গেটের থেকে চুরি হয়েছে একাধিক রড। ঘটনাটি নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের (NRS)। এই বিষয়ে গতকাল হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।"

হাসপাতালের গেট থেকে রড চুরি
author img

By

Published : Mar 27, 2019, 5:52 AM IST

কলকাতা, ২৭ মার্চ : হাসপাতাল গেটের থেকে চুরি হয়েছেএকাধিক রড। ঘটনাটি নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের (NRS)। বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল থেকে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় রয়েছে SSKM হাসপাতালও। রাজ্যের সেরা হিসাবে পরিচিত এই হাসপাতাল থেকে AC মেশিনের তারও চুরি হয়েছে।

হাসপাতালের গেটের একাধিক রড উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে গতকাল। গেটের কাছেই রয়েছে হাসপাতালের প্রশাসনিক ভবন। বিভিন্ন সরকারি হাসপাতালে রাজ্য সরকারের সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে NRS হাসপাতালে নতুন গেট লাগানো হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সেই গেট থেকে ১০টি গেট চুরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি। এই বিষয়ে গতকাল হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।" প্রসঙ্গত, হাসপাতালের পূর্ত বিভাগের সিভিল শাখা গেটটি রক্ষণাবেক্ষণ করে।

কলকাতা, ২৭ মার্চ : হাসপাতাল গেটের থেকে চুরি হয়েছেএকাধিক রড। ঘটনাটি নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের (NRS)। বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল থেকে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় রয়েছে SSKM হাসপাতালও। রাজ্যের সেরা হিসাবে পরিচিত এই হাসপাতাল থেকে AC মেশিনের তারও চুরি হয়েছে।

হাসপাতালের গেটের একাধিক রড উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে গতকাল। গেটের কাছেই রয়েছে হাসপাতালের প্রশাসনিক ভবন। বিভিন্ন সরকারি হাসপাতালে রাজ্য সরকারের সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে NRS হাসপাতালে নতুন গেট লাগানো হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সেই গেট থেকে ১০টি গেট চুরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি। এই বিষয়ে গতকাল হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।" প্রসঙ্গত, হাসপাতালের পূর্ত বিভাগের সিভিল শাখা গেটটি রক্ষণাবেক্ষণ করে।

Intro:কলকাতা, ২৬ মার্চ: হাসপাতাল থেকে চুরি হয়ে যায় নগদ টাকা সহ রোগী এবং তাঁদের পরিজনদের মূল্যবান বিভিন্ন সামগ্রী। চিকিৎসা যন্ত্রের বিভিন্ন অংশ থেকে শুরু করে চুরি হয়ে যায় হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্রব্য। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে এমন অভিযোগের ঘটনা প্রকাশ্যে এসেছে। এ বার খোদ গেট, থুড়ি, গেটের রড 'চুরি' হয়ে গেল হাসপাতালের! এই ঘটনা NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের।
Body:এই ঘটনার জেরে, স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তায় পড়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হাসপাতালের গেটে থাকা একাধিক রড যদি উধাও হয়ে যায়, তা হলে হাসপাতালের ভিতরের কোনও অংশের নিরাপত্তার বিষয়টি যে কোন স্তরে রয়েছে, তা ভেবেই অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল থেকে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় বাদ পড়েনি SSKM হাসপাতালও। এমনকি, রাজ্যের সেরা হিসাবে পরিচিত এই হাসপাতাল থেকে এসি মেশিনের তামার তারও চুরি হয়ে যাওয়ার ঘটনা অতীতে প্রকাশ্যে এসেছে।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের রড উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এই গেটের কাছেই রয়েছে হাসপাতালের প্রশাসনিক ভবন। বিভিন্ন সরকারি হাসপাতালে রাজ্য সরকারের সৌন্দর্যায়নের পরিকল্পনার অঙ্গ হিসাবে এই গেটটিও নতুন রূপে তৈরি করা হয়েছে। এই গেটের রয়েছে যে সব রড, তার মধ্যে ১০টির মতো রড উধাও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই রডগুলি কীভাবে উধাও হয়ে গেল, তার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষের জানা নেই। তবে, রডগুলি কে বা কারা নিয়ে গেল অথবা, কীভাবে চুরি হয়ে গেল। একটা একটা করে, না কি একসঙ্গে রডগুলি উধাও হয়ে গিয়েছে। এমন বিভিন্ন বিষয় কর্তৃপক্ষকে ভাবাচ্ছে বলেও জানা গিয়েছে‌।Conclusion:এই রডগুলি 'চুরি'র বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি।
যদিও, রডগুলি উধাও হয়ে যাওয়ার বিষয়ে মঙ্গলবার রাতে এই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস (MSVP) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল আমাদের এমন কিছু জানায়নি।" হাসপাতালের পূর্ত বিভাগের সিভিল শাখার অধীনে এই গেট রক্ষণাবেক্ষণ হয়। সূত্রের খবর, এই গেট দিয়ে হাসপাতালের আধিকারিকরা যাওয়া-আসা করলেও, রড উধাও যাওয়ার বিষয়টি তাঁদের নজরে আসেনি।

_______

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.