ETV Bharat / state

"পবন আমার ছেলের মতোই", হারের পর বললেন মদন

ভাটপাড়া উপনির্বাচনে অর্জুন-পুত্র পবনের কাছে হেরে গেলেন মদন মিত্র । তিনি জানিয়েছেন, হারের কারণ খতিয়ে দেখতে বুথ ধরে ধরে পর্যালোচনা করা হবে। জয়ী প্রার্থী পবনকে ভালো থাকার বার্তা দিলেন মদন মিত্র।

মদন মিত্র
author img

By

Published : May 23, 2019, 5:48 PM IST

Updated : May 23, 2019, 5:57 PM IST

কলকাতা, 23 মে : "রাজনৈতিক শত্রুতার জন্য মানুষের জীবন যেন বিপন্ন না হয় "। অর্জুন সিং-এর ছেলে পবনের কাছে হেরে গিয়ে আজ এই মন্তব্য করলেন মদন মিত্র । অর্জুন সিং-এর উদ্দেশে তাঁর বার্তা, "যে জয়ী হয় তাঁর দায়িত্ব অনেক বেড়ে যায় । কারণ জয়ী হওয়ার আগে সে একটা পার্টির থাকে, আর জয়ী হওয়ার পর সে সবার হয়ে যায় । তাই আমি অনুরোধ করব, ভাটপাড়ার সাধারণ মানুষ কেউ আপনার ছেলেকে ভোট দিয়েছে, কেউ আমাকে ভোট দিয়েছে, কেউ অন্য দলকে ভোট দিয়েছে । কিন্তু কোনও অবস্থাতেই যেন সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত না হয় । "

প্রসঙ্গত, 19 মে ভাটপাড়া উপনির্বাচন শেষ হতেই অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি হয় । চলে গুলিও । ঘটনায় জখম হন এক CISF জওয়ান । অর্জুন সিং এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করেছিলেন ।

কেন ভাটপাড়ায় এই গেরুয়া ঝড় ?

মদনবাবু বলেন, "ভাটপাড়ার এই পরাজয় নৈতিকভাবে আমি মেনে নিচ্ছি । কিন্তু কেন হল বলতে পারব না ।" তিনি আরও বলেন, "হেরে গেলেও প্রতিদ্বন্দ্বী পবনকে ছেলের মতোই দেখি । পবনের সঙ্গে আমার কোনও ব্যাপার নেই । ও অর্জুনের ছেলে, আমার নিজের ছেলের মতোই । তবে অর্জুনের সঙ্গে রাজনৈতিক লড়াই থাকবে । "

কোথায় ঘাটতি ছিল? তারকা প্রার্থী এনে প্রচার করেছেন, তাও এমন ফল কেন?

মদনবাবু বলেন, "ভাবতে হবে । মূল্যায়ন করতে হবে । এককথায় এখনই বলা যাবে না । বুথ-টু-বুথ অ্যানালিসিস করতে হবে । "

এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে কি 2021-এর বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়তে পারে?

মদনবাবু বলেন, "আমি জ্যোতিষী নই, বলতে পারব না ।"

পবনকে কী বার্তা দেবেন?

মদনবাবু বলেন, "বলব ভালো থেক ।"

কলকাতা, 23 মে : "রাজনৈতিক শত্রুতার জন্য মানুষের জীবন যেন বিপন্ন না হয় "। অর্জুন সিং-এর ছেলে পবনের কাছে হেরে গিয়ে আজ এই মন্তব্য করলেন মদন মিত্র । অর্জুন সিং-এর উদ্দেশে তাঁর বার্তা, "যে জয়ী হয় তাঁর দায়িত্ব অনেক বেড়ে যায় । কারণ জয়ী হওয়ার আগে সে একটা পার্টির থাকে, আর জয়ী হওয়ার পর সে সবার হয়ে যায় । তাই আমি অনুরোধ করব, ভাটপাড়ার সাধারণ মানুষ কেউ আপনার ছেলেকে ভোট দিয়েছে, কেউ আমাকে ভোট দিয়েছে, কেউ অন্য দলকে ভোট দিয়েছে । কিন্তু কোনও অবস্থাতেই যেন সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত না হয় । "

প্রসঙ্গত, 19 মে ভাটপাড়া উপনির্বাচন শেষ হতেই অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি হয় । চলে গুলিও । ঘটনায় জখম হন এক CISF জওয়ান । অর্জুন সিং এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করেছিলেন ।

কেন ভাটপাড়ায় এই গেরুয়া ঝড় ?

মদনবাবু বলেন, "ভাটপাড়ার এই পরাজয় নৈতিকভাবে আমি মেনে নিচ্ছি । কিন্তু কেন হল বলতে পারব না ।" তিনি আরও বলেন, "হেরে গেলেও প্রতিদ্বন্দ্বী পবনকে ছেলের মতোই দেখি । পবনের সঙ্গে আমার কোনও ব্যাপার নেই । ও অর্জুনের ছেলে, আমার নিজের ছেলের মতোই । তবে অর্জুনের সঙ্গে রাজনৈতিক লড়াই থাকবে । "

কোথায় ঘাটতি ছিল? তারকা প্রার্থী এনে প্রচার করেছেন, তাও এমন ফল কেন?

মদনবাবু বলেন, "ভাবতে হবে । মূল্যায়ন করতে হবে । এককথায় এখনই বলা যাবে না । বুথ-টু-বুথ অ্যানালিসিস করতে হবে । "

এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে কি 2021-এর বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়তে পারে?

মদনবাবু বলেন, "আমি জ্যোতিষী নই, বলতে পারব না ।"

পবনকে কী বার্তা দেবেন?

মদনবাবু বলেন, "বলব ভালো থেক ।"

sample description
Last Updated : May 23, 2019, 5:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.