ETV Bharat / state

পুরুলিয়ার BJP প্রার্থীর উপর হামলায় রিপোর্ট তলব

author img

By

Published : Apr 28, 2019, 9:48 AM IST

শুক্রবার প্রচারে বেরিয়ে আক্রান্ত হন পুরুলিয়ার BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত ও BJP-র স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শালগ্রাম মাহাত । এই ঘটনার পরিপ্রক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রিপোর্টের আকারে পুরুলিয়ার জেলাশাসককে জমা দিতে বলল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

পুরুলিয়ার BJP প্রার্থীর উপর হামলা

কলকাতা, 28 এপ্রিল: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা এবং ভোজালির কোপে BJP-র নেতা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শালগ্রাম মাহাতর গুরুতর আহত হওয়া নিয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর । এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পুরুলিয়ার জেলাশাসককে রিপোর্টের আকারে জমা দিতে বলা হয়েছে । কমিশন সূত্রে খবর, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে ।

শুক্রবার সকালে ঝালদা 2 নম্বর ব্লকের মাঝিডি গ্রামে প্রচার করছিলেন পুরুলিয়ার BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত । সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা । আচমকাই তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রাম মাহাতর উপর । তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লাগে । তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয় ।

এই প্রসঙ্গে জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।" BJP-র তরফে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয় । এরপরই গতকাল নির্বাচন কমিশন জানতে চায় ঘটনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : BJP নেতাকে ভোজালির কোপ, প্রাণে বাঁচলেন প্রার্থী

কলকাতা, 28 এপ্রিল: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা এবং ভোজালির কোপে BJP-র নেতা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শালগ্রাম মাহাতর গুরুতর আহত হওয়া নিয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর । এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পুরুলিয়ার জেলাশাসককে রিপোর্টের আকারে জমা দিতে বলা হয়েছে । কমিশন সূত্রে খবর, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে ।

শুক্রবার সকালে ঝালদা 2 নম্বর ব্লকের মাঝিডি গ্রামে প্রচার করছিলেন পুরুলিয়ার BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত । সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা । আচমকাই তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রাম মাহাতর উপর । তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লাগে । তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয় ।

এই প্রসঙ্গে জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।" BJP-র তরফে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয় । এরপরই গতকাল নির্বাচন কমিশন জানতে চায় ঘটনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : BJP নেতাকে ভোজালির কোপ, প্রাণে বাঁচলেন প্রার্থী

Intro:কলকাতা, ২৭ এপ্রিল: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা এবং ভোজালির কোপে BJP নেতা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শালগ্রাম মাহাতর গুরুতর আহত হওয়া নিয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পুরুলিয়া জেলা শাসককে রিপোর্টেড আকারে জমা দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।
Body:গতকাল প্রচারে বের হন BJP প্রার্থী। সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। আচমকাই তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রামের উপর। তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লাগে। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয়। Conclusion:এ প্রসঙ্গে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু, ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।" বিজেপির তরফে ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই আজ নির্বাচন কমিশন জানতে চায়, ঘটনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.