ETV Bharat / state

সব্যসাচীকে সরানোর প্রক্রিয়া শুরু, চূড়ান্ত সিদ্ধান্ত শৃঙ্খলারক্ষা কমিটির হাতে - bjp

"দলের কেউ শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে । আমি আজকে পর্যবেক্ষক হিসেবে এসেছিলাম । কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছি । কাউন্সিলররা তাঁদের মত জানিয়েছে । আমি সেই রিপোর্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব । তারপর শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ।" তৃণমূল ভবনে বৈঠকের পর বললেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ
author img

By

Published : Jul 7, 2019, 4:48 PM IST

Updated : Jul 7, 2019, 6:30 PM IST

বিধাননগর, 7 জুলাই : যেন শুধু সিদ্ধান্ত ঘোষণাটাই বাকি রয়ে গেল। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে কার্যত কড়া পদক্ষেপ করার পথেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের বৈঠকের পর ছবিটা স্পষ্ট হয়ে গেল। প্রাথমিকভাবে যা খবর তাতে কাল থেকেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বিধাননগরের মেয়রের দায়িত্ব সামলাবেন। আর সব্যসাচীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

বেশ কিছুদিন ধরেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ভূমিকা নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল । তাঁর কিছু মন্তব্যে তৈরি হয় বিতর্কও । এরইমধ্যে মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর বৈঠক ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল । লুচি-আলুরদমকে দিয়ে শুরু হওয়া বিতর্ক ক্রমেই বাড়তে শুরু করে । দলের একপক্ষ দ্রুত সব্যসাচীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি তোলে। এই পরিস্থিতিতে আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। বৈঠকের শুরুতেই বেশ কিছু কাউন্সিলর নিজেদের ক্ষোভ উগরে দেন । সব্যসাচী থাকলে তাঁরা কাজ করবেন না বলেও হুঁশিয়ারি দেন । তাৎপর্যপূর্ণ ভাবে আজকের বৈঠকে ডাকা হয়নি সব্যসাচীকে । আবার সব্যসাচী অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর বৈঠকে যোগ দেননি ।

প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, "পর্যবেক্ষক হিসেবে এখানে এসেছিলাম । কাউন্সিলররা তাঁদের মত জানিয়েছেন । পুরো রিপোর্ট দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পেশ করব । তারা সব সিদ্ধান্ত নেবে । " মুখে কিছু না বললেও সব্যসাচী যে শৃঙ্খলা ভাঙছেন বা ভেঙেছেন তা বুঝিয়ে দেন ফিরহাদ । সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, " আমি এখানে কিছু বলব না । যদি বলি তাহলে তা দলের শৃঙ্খলাভঙ্গের সামিল হবে । আমার আর সব্যসাচীর মধ্যে কোনও পার্থক্য থাকবে না । "

প্রাথমিকভাবে যা খবর তাতে আগামীকালই মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করবেন তাপস চট্টোপাধ্যায়। আজকের বৈঠকে ৩৬ জন কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন বলে জানা গেছে।

বিধাননগর, 7 জুলাই : যেন শুধু সিদ্ধান্ত ঘোষণাটাই বাকি রয়ে গেল। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে কার্যত কড়া পদক্ষেপ করার পথেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের বৈঠকের পর ছবিটা স্পষ্ট হয়ে গেল। প্রাথমিকভাবে যা খবর তাতে কাল থেকেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বিধাননগরের মেয়রের দায়িত্ব সামলাবেন। আর সব্যসাচীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

বেশ কিছুদিন ধরেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ভূমিকা নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল । তাঁর কিছু মন্তব্যে তৈরি হয় বিতর্কও । এরইমধ্যে মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর বৈঠক ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল । লুচি-আলুরদমকে দিয়ে শুরু হওয়া বিতর্ক ক্রমেই বাড়তে শুরু করে । দলের একপক্ষ দ্রুত সব্যসাচীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি তোলে। এই পরিস্থিতিতে আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। বৈঠকের শুরুতেই বেশ কিছু কাউন্সিলর নিজেদের ক্ষোভ উগরে দেন । সব্যসাচী থাকলে তাঁরা কাজ করবেন না বলেও হুঁশিয়ারি দেন । তাৎপর্যপূর্ণ ভাবে আজকের বৈঠকে ডাকা হয়নি সব্যসাচীকে । আবার সব্যসাচী অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর বৈঠকে যোগ দেননি ।

প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, "পর্যবেক্ষক হিসেবে এখানে এসেছিলাম । কাউন্সিলররা তাঁদের মত জানিয়েছেন । পুরো রিপোর্ট দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পেশ করব । তারা সব সিদ্ধান্ত নেবে । " মুখে কিছু না বললেও সব্যসাচী যে শৃঙ্খলা ভাঙছেন বা ভেঙেছেন তা বুঝিয়ে দেন ফিরহাদ । সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, " আমি এখানে কিছু বলব না । যদি বলি তাহলে তা দলের শৃঙ্খলাভঙ্গের সামিল হবে । আমার আর সব্যসাচীর মধ্যে কোনও পার্থক্য থাকবে না । "

প্রাথমিকভাবে যা খবর তাতে আগামীকালই মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করবেন তাপস চট্টোপাধ্যায়। আজকের বৈঠকে ৩৬ জন কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন বলে জানা গেছে।

Intro:মন্ত্রী-বিধায়কদের ভাতা বৃদ্ধি :

ধিক্কার জানাল সরকারি কর্মচারী সংগঠন

কলকাতা, ৬ জুলাই : 'মহার্ঘ ভাতা' দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। কিন্তু মন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধি করলেন তিনি । এই কাজকে ধিক্কার জানাচ্ছে সরকারি কর্মচারীরা ।' মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধির বিরুদ্ধে আজ ঠিক এভাবেই সরব হলেন ডি এ মামলার মূল আবেদনকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
Body:

গতকালই বিধানসভায় মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 'মন্ত্রীদের ভাতা ২০০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা করা হয়েছে। বিধায়কেদর ভাতা ১৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০০ টাকা।' মুখ্যমন্ত্রীর এই ভাতা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে বেজায় চটেছে রাজ্য সরকারি কর্মচারীরা। কনফেডারেশন অফ স্ট্রেট গভর্মেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'ষষ্ঠ বেতন কমিশনের প্রক্রিয়া চার বছর অতিক্রান্ত হতে চললো কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টই প্রকাশ পেলো না। অথচ মাননীয়া বিধানসভায় দাঁড়িয়ে এক লহমায় তাঁর মন্ত্রিসভার সদস্য সহ বিধায়কদের ভাতা বাড়িয়ে দিলেন। সেখানে আমরা লক্ষ্য করলাম মন্ত্রিসভার সব বিধায়করা তাকে স্বাগত জানালেন। এমনকি বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও টেবিল চাপড়িয়ে মাননীয়াকে অভিনন্দন জানালেন। এটা দুঃখজনক বিষয়। এটাকে রাজ্য সরকারি কর্মীরা ধিক্কার জানাচ্ছে ।'Conclusion:
Last Updated : Jul 7, 2019, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.