বিধাননগর, 7 জুলাই : যেন শুধু সিদ্ধান্ত ঘোষণাটাই বাকি রয়ে গেল। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে কার্যত কড়া পদক্ষেপ করার পথেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের বৈঠকের পর ছবিটা স্পষ্ট হয়ে গেল। প্রাথমিকভাবে যা খবর তাতে কাল থেকেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বিধাননগরের মেয়রের দায়িত্ব সামলাবেন। আর সব্যসাচীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।
বেশ কিছুদিন ধরেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ভূমিকা নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল । তাঁর কিছু মন্তব্যে তৈরি হয় বিতর্কও । এরইমধ্যে মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর বৈঠক ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল । লুচি-আলুরদমকে দিয়ে শুরু হওয়া বিতর্ক ক্রমেই বাড়তে শুরু করে । দলের একপক্ষ দ্রুত সব্যসাচীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি তোলে। এই পরিস্থিতিতে আজ তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। বৈঠকের শুরুতেই বেশ কিছু কাউন্সিলর নিজেদের ক্ষোভ উগরে দেন । সব্যসাচী থাকলে তাঁরা কাজ করবেন না বলেও হুঁশিয়ারি দেন । তাৎপর্যপূর্ণ ভাবে আজকের বৈঠকে ডাকা হয়নি সব্যসাচীকে । আবার সব্যসাচী অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর বৈঠকে যোগ দেননি ।
প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, "পর্যবেক্ষক হিসেবে এখানে এসেছিলাম । কাউন্সিলররা তাঁদের মত জানিয়েছেন । পুরো রিপোর্ট দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পেশ করব । তারা সব সিদ্ধান্ত নেবে । " মুখে কিছু না বললেও সব্যসাচী যে শৃঙ্খলা ভাঙছেন বা ভেঙেছেন তা বুঝিয়ে দেন ফিরহাদ । সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, " আমি এখানে কিছু বলব না । যদি বলি তাহলে তা দলের শৃঙ্খলাভঙ্গের সামিল হবে । আমার আর সব্যসাচীর মধ্যে কোনও পার্থক্য থাকবে না । "
প্রাথমিকভাবে যা খবর তাতে আগামীকালই মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করবেন তাপস চট্টোপাধ্যায়। আজকের বৈঠকে ৩৬ জন কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন বলে জানা গেছে।