ETV Bharat / state

হাজারেরও বেশি অভিযোগ কমিশনে

author img

By

Published : Apr 29, 2019, 11:44 AM IST

Updated : Apr 29, 2019, 2:11 PM IST

প্রথম 2 ঘণ্টায় কমিশনে হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল। 4 ঘণ্টায় কমিশনে মোট 1173টি অভিযোগ জমা পড়েছে । যার মধ্যে এখনও পর্যন্ত 1109টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে ।

ফাইল ছবি

কলকাতা, 29 এপ্রিল : ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায় । আর 4 ঘণ্টার মধ্যেই কমিশনে জমা পড়েছে 1173টি অভিযোগ । এর মধ্যে 1109টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত । মাত্র 8টি লোকসভা আসনের নির্বাচনে এই সংখ্যক অভিযোগ এখনও পর্যন্ত অন্য কোনও রাজ্য থেকে আসেনি বলে কমিশন সূত্রে খবর ।

কৃষ্ণনগরের চাপরায় কানে ফোন নিয়ে ঢোকার জন্য কল্যাণ চৌবেকে শোকজ় করে কমিশন । সেইসঙ্গে সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে কমিশন সূত্রে খবর । অন্যদিকে বুথের মধ্যে ফোনে কথা বলার অভিযোগে বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলকেও শোকজ় করে কমিশন । ব্রাহ্মণবাহড়া প্রাথমিক বিদ্যালয় বুথের প্রিজ়াইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয় ।

তৃতীয় দফায় সকালের দিকে প্রচুর অভিযোগ এলেও দিনের শেষে দেখা যায় তা 1000 ছাড়ায়নি । কিন্তু চতুর্থ দফায় প্রথম দু'ঘণ্টায় 1000-এর বেশি অভিযোগ জমা পড়ায় বেশ খানিকটা চিন্তিত কমিশন ।

বেলা যত বাড়ছে রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে একের পর এক EVM বিকল, ছাপ্পা ভোট, ভোটকেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে তাজা বোমা উদ্ধার, বুথে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের ঢুকতে বাধে এমন একের পর এক অভিযোগ জমা পড়ছে কমিশনে ।

কলকাতা, 29 এপ্রিল : ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায় । আর 4 ঘণ্টার মধ্যেই কমিশনে জমা পড়েছে 1173টি অভিযোগ । এর মধ্যে 1109টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত । মাত্র 8টি লোকসভা আসনের নির্বাচনে এই সংখ্যক অভিযোগ এখনও পর্যন্ত অন্য কোনও রাজ্য থেকে আসেনি বলে কমিশন সূত্রে খবর ।

কৃষ্ণনগরের চাপরায় কানে ফোন নিয়ে ঢোকার জন্য কল্যাণ চৌবেকে শোকজ় করে কমিশন । সেইসঙ্গে সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে কমিশন সূত্রে খবর । অন্যদিকে বুথের মধ্যে ফোনে কথা বলার অভিযোগে বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলকেও শোকজ় করে কমিশন । ব্রাহ্মণবাহড়া প্রাথমিক বিদ্যালয় বুথের প্রিজ়াইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয় ।

তৃতীয় দফায় সকালের দিকে প্রচুর অভিযোগ এলেও দিনের শেষে দেখা যায় তা 1000 ছাড়ায়নি । কিন্তু চতুর্থ দফায় প্রথম দু'ঘণ্টায় 1000-এর বেশি অভিযোগ জমা পড়ায় বেশ খানিকটা চিন্তিত কমিশন ।

বেলা যত বাড়ছে রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে একের পর এক EVM বিকল, ছাপ্পা ভোট, ভোটকেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে তাজা বোমা উদ্ধার, বুথে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের ঢুকতে বাধে এমন একের পর এক অভিযোগ জমা পড়ছে কমিশনে ।

Intro:কলকাতা, ২৫ এপ্রিল: বাবাকে ফোন করাই কাল হল! নোডাল অফিসার অর্ণব রায়ের “লুকোনো বিলাস" তেতো হল ওই এক ফোনেই। ভবানী ভবন সূত্রে খবর, আজ অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবাকে সাত সকালে ফোন করেছিলেন অর্ণব। ছেলের নিখোঁজ রহস্যে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। হয়তো বা সেটা অনুভব করেই অর্ণব ফোন করেন বাবাকে। আর সেটাই তাঁর জন্য তেতো হল। সেই ফোনের সূত্র ধরেই গোয়েন্দারা তাঁর খোঁজ পায় বলে খবর।


Body:বাড়ি থেকে পালিয়ে যাবার অভ্যাস তাঁর ছিলই। অন্তত ঘনিষ্ঠ মহল বলছে সেই কথাই। উচ্চমাধ্যমিক পাশ করার পর 12 ঘন্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন অর্ণব। আসানসোলে থাকতেন তারা। বাবা ছিলেন সরকারি কর্মী। সূত্র জানাচ্ছে, উচ্চমাধ্যমিকে নিজের পছন্দমত ফল না হওয়াতেই মানসিক অবসাদ শুরু হয় তাঁর। সেই অবসাদে তিনি বাড়ি ছেড়ে পালান। অন্তত, গোয়েন্দারা জানতে পেরেছেন সে কথাই। অবশ্য 12 ঘন্টার মধ্যেই তার খোঁজ পাওয়া যায় সেই সময়। পরের “অন্তর্ধান" চাকরি পাবার দু'বছরের মাথায়। শিবার বাড়ি থেকে পালিয়ে 24 ঘন্টা ছিলেন তিনি। আজ জেলায় গোয়েন্দারা পেয়েছেন এমনই তথ্য।


ভবনী ভবন সূত্রে খবর, অর্ণব অন্তর্ধান যথেষ্ট গুরুত্ব দিয়েছিল গোয়েন্দারা। একজন ডেপুটি কালেক্টর তথা নোডাল অফিসারের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া মোটেই ভালো বিজ্ঞাপন ছিল না। তদন্তভার পাবার পর সিআইডি'র তরফে স্বাভাবিকভাবেই তার পরিবারবর্গ এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের ফোনের ওপর নজরদারি শুরু হয়। সেই সূত্রেই অর্ণবের বাবার ফোনের ওপর নজরদারি চালানো হয় বলে সূত্রের খবর। কারণ তদন্তকারীদের ধারণা ছিল, অর্ণব যোগাযোগ করবেন পরিবারের কারও না কারোর সঙ্গে। আজ সকালে অর্নবের বাবা হারাধন রায় বাজারে যাবার সময় হঠাৎই ফোন পান। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়,“ আমি হাওড়ায় আছি।" আর এতেই প্রয়োজনীয় সূত্র পেয়ে যায় সিআইডি। দেখা যায় ফোনটি এসেছিল হাওড়া স্টেশন চত্বর থেকে। তার ষপরেই আটক করা হয় অর্ণব রায় ষকে।

আজ স্ত্রীর সামনে প্রায় এক ঘন্টা অর্ণবকে জেরা করা হয় ভবানী ভবনে। সূত্র জানাচ্ছে, গোয়েন্দাদের তিনি জানিয়েছেন গত সাত দিন ধরে তিনি হাওড়া স্টেশন চত্বরে ছিলেন। এমনকি তিনি নয় এবং 11 নম্বর প্লাটফর্মেও রাত কাটিয়েছেন। পুলিশকে জেরায় তিনি বলেছেন,“ আমি কাজের চাপ সামলাতে পারছিলাম না।"


Conclusion:গত 18 এপ্রিল কৃষ্ণনগরের পলিটেকনিক কলেজের সামনে থেকে নিখোঁজ হয়ে যান অর্ণব। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ছিল, পঞ্চায়েত ভোটে রাজকুমার রায়ের যে অবস্থা হয়েছে অর্নবেরও সেই অবস্থা হবে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের একাধিক কর্তা জানান, এই নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
Last Updated : Apr 29, 2019, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.