ETV Bharat / state

"দাম বেড়েছে সোনার, বেকারত্ব বাড়বে বাংলায়" - kolkata

বাজেটে আজ অর্থমন্ত্রী ঘোষণা করেন বৃদ্ধি পাচ্ছে সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক । আগে ইমপোর্ট ডিউটি ছিল 10 শতাংশ, সেটা 2.5 শতাংশ বাড়ানো হয়েছে । এখন দাঁড়াল 12.5 শতাংশ । ফলে সাধারণ মানুষ, ক্রেতাদের ক্ষতি হবে । আর বেকারত্ব বাড়বে । স্ম্যাগলিং অ্যাক্টিভিটি আরও বাড়বে ।

বাবলু দে
author img

By

Published : Jul 5, 2019, 10:54 PM IST

Updated : Jul 5, 2019, 11:44 PM IST

কলকাতা, 5 জুলাই : আজ বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । অর্থমন্ত্রী ঘোষণা করেন, বৃদ্ধি পাচ্ছে সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক । অর্থাৎ বাড়তে চলেছে সোনার দাম । ফলস্বরূপ আগামীদিনে কাজ হারাতে চলেছেন বহু স্বর্ণশিল্পী । বাড়তে চলছে স্মাগলিং অ্য়াক্টিভিটি । এই আশঙ্কার কথা জানালেন স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকারী সম্পাদক ও গিন্নি ম্যানশন কর্ণধার বাবলু দে ।

আরও পড়ুন : পেট্রল ও ডিজ়েলে সেস বাড়ায় মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী

তিনি বলেন, "বিগত কয়েকদিন ধরে ট্রাম্পের হুমকির জন্য বাড়ছিল সোনার দাম । মানুষের আশা ছিল সোনার দাম এই বাজেটে কিছু কমবে । উলটে বেড়ে গেল । সাধারণ মানুষের সমস্যা তো হবে । স্মাগলিং অ্যাক্টিভিটিও বেড়ে যাবে ।" তিনি আরও বলেন, "আগে আমদানি শুল্ক ছিল 10 শতাংশ, সেটা 2.5 শতাংশ বাড়ানো হয়েছে । এখন দাঁড়াল 12.5 শতাংশ । এর ফলে সাধারণ মানুষ, ক্রেতাদের ক্ষতি । বেকারত্বও বাড়বে । কাজের বরাত কমবে ফলে কাজ পাবে কম সংখ্যক শিল্পী । "

আরও পড়ুন : বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে

রাজ্যের প্রায় 1 কোটি মানুষ স্বর্ণশিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । ভারতের অন্যান্য জায়গায় কিন্তু এত সংখ্যাক স্বর্ণ কারিগর নেই । বাবলুবাবুর পরামর্শ, রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে । কারণ, বেকারত্বের বড় প্রভাব পড়বে এখানেই । তিনি বলেন, "আজ বাজেট পেশের পরই সোনার দাম 1000 টাকা বেড়ে গেছে । সোনা এমন একটা জিনিস মানুষ কিনবে । কিন্তু, কেনার পরিমাণ কমবে । এতে ব্যবসার ক্ষতি । মধ্যবিত্তের কথা মাথায় রেখে বাজেট হয়নি ।"

আরও পড়ুন : এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

কলকাতা, 5 জুলাই : আজ বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । অর্থমন্ত্রী ঘোষণা করেন, বৃদ্ধি পাচ্ছে সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক । অর্থাৎ বাড়তে চলেছে সোনার দাম । ফলস্বরূপ আগামীদিনে কাজ হারাতে চলেছেন বহু স্বর্ণশিল্পী । বাড়তে চলছে স্মাগলিং অ্য়াক্টিভিটি । এই আশঙ্কার কথা জানালেন স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকারী সম্পাদক ও গিন্নি ম্যানশন কর্ণধার বাবলু দে ।

আরও পড়ুন : পেট্রল ও ডিজ়েলে সেস বাড়ায় মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী

তিনি বলেন, "বিগত কয়েকদিন ধরে ট্রাম্পের হুমকির জন্য বাড়ছিল সোনার দাম । মানুষের আশা ছিল সোনার দাম এই বাজেটে কিছু কমবে । উলটে বেড়ে গেল । সাধারণ মানুষের সমস্যা তো হবে । স্মাগলিং অ্যাক্টিভিটিও বেড়ে যাবে ।" তিনি আরও বলেন, "আগে আমদানি শুল্ক ছিল 10 শতাংশ, সেটা 2.5 শতাংশ বাড়ানো হয়েছে । এখন দাঁড়াল 12.5 শতাংশ । এর ফলে সাধারণ মানুষ, ক্রেতাদের ক্ষতি । বেকারত্বও বাড়বে । কাজের বরাত কমবে ফলে কাজ পাবে কম সংখ্যক শিল্পী । "

আরও পড়ুন : বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে

রাজ্যের প্রায় 1 কোটি মানুষ স্বর্ণশিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । ভারতের অন্যান্য জায়গায় কিন্তু এত সংখ্যাক স্বর্ণ কারিগর নেই । বাবলুবাবুর পরামর্শ, রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে । কারণ, বেকারত্বের বড় প্রভাব পড়বে এখানেই । তিনি বলেন, "আজ বাজেট পেশের পরই সোনার দাম 1000 টাকা বেড়ে গেছে । সোনা এমন একটা জিনিস মানুষ কিনবে । কিন্তু, কেনার পরিমাণ কমবে । এতে ব্যবসার ক্ষতি । মধ্যবিত্তের কথা মাথায় রেখে বাজেট হয়নি ।"

আরও পড়ুন : এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

Last Updated : Jul 5, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.