ETV Bharat / state

অ্যাসিড হামলার পর ধর্ষণ, অভিযোগ পেয়ে কী করেছে পুলিশ? প্রশ্ন হাইকোর্টের - assault

অ্যাসিড হামলার অভিযোগ তুলে না নেওয়ায় ধর্ষিতা হন মহিলা। অভিযোগ জানানোর পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করতে পারেনি বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ হাইকোর্টের।

author img

By

Published : Apr 3, 2019, 5:57 PM IST

কলকাতা, ৩ এপ্রিল : অ্যাসিড হামলার অভিযোগ তুলে না নেওয়ায় ধর্ষিতা হন মহিলা। অভিযোগ জানানোর পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করতে পারেনি বলে অভিযোগ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন নির্যাতিতা। আজ মামলার শুনানি হয়। শুনানিতে বিচারক দেবাংশু বসাকের পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন করেন, "তদন্তকারী অফিসার এতদিন কী করেছে? তদন্তকারী অফিসার ভিতরে ভিতরে যোগসাজশ করে ফেলেনি তো?"

ঘটনাটি গত বছরের। গত বছরের হোলির দিন ৭ জন মিলে অভিযোগকারী মহিলার উপর অ্যাসিড হামলা করে। ওই সাত জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। কিন্ত তারপর থেকে ওই মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকে অভিযুক্তরা। কিন্ত অভিযোগ তুলে না নেওয়ায় গত বছরের ১১ নভেম্বরে বন্দুক দেখিয়ে মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। মহিলা ২১ ডিসেম্বর পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। কিন্ত পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানান। ম্যাজিস্ট্রেট পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। নির্দেশ মত পুলিশ নির্যাতিতার বক্তব্য রেকর্ড করে, তার মেডিক্যাল পরীক্ষাও করে। কিন্ত তারপরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নেয়নি পুলিশ।

আজ আদালতে রাজ্যের আইনজীবী শুদ্ধদেব আদক বলেন, "অভিযুক্তরা পলাতক। তাদেরকে পুলিশ খুজে পাচ্ছে না।" সঙ্গে সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, "অভিযুক্তদের ফোন নম্বরটাও জোগাড় করতে পারেননি? ২৩ এপ্রিলের মধ্যে সমস্ত রিপোর্ট চাই। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।" মামলার শুনানির শেষে সরকারি আইনজীবী জানালেন দু'জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কলকাতা, ৩ এপ্রিল : অ্যাসিড হামলার অভিযোগ তুলে না নেওয়ায় ধর্ষিতা হন মহিলা। অভিযোগ জানানোর পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করতে পারেনি বলে অভিযোগ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন নির্যাতিতা। আজ মামলার শুনানি হয়। শুনানিতে বিচারক দেবাংশু বসাকের পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন করেন, "তদন্তকারী অফিসার এতদিন কী করেছে? তদন্তকারী অফিসার ভিতরে ভিতরে যোগসাজশ করে ফেলেনি তো?"

ঘটনাটি গত বছরের। গত বছরের হোলির দিন ৭ জন মিলে অভিযোগকারী মহিলার উপর অ্যাসিড হামলা করে। ওই সাত জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। কিন্ত তারপর থেকে ওই মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকে অভিযুক্তরা। কিন্ত অভিযোগ তুলে না নেওয়ায় গত বছরের ১১ নভেম্বরে বন্দুক দেখিয়ে মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। মহিলা ২১ ডিসেম্বর পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। কিন্ত পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানান। ম্যাজিস্ট্রেট পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। নির্দেশ মত পুলিশ নির্যাতিতার বক্তব্য রেকর্ড করে, তার মেডিক্যাল পরীক্ষাও করে। কিন্ত তারপরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নেয়নি পুলিশ।

আজ আদালতে রাজ্যের আইনজীবী শুদ্ধদেব আদক বলেন, "অভিযুক্তরা পলাতক। তাদেরকে পুলিশ খুজে পাচ্ছে না।" সঙ্গে সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, "অভিযুক্তদের ফোন নম্বরটাও জোগাড় করতে পারেননি? ২৩ এপ্রিলের মধ্যে সমস্ত রিপোর্ট চাই। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।" মামলার শুনানির শেষে সরকারি আইনজীবী জানালেন দু'জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.