ETV Bharat / state

বাংলার ভবিষ্যৎ BJP- র হাতে : দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, 2021-এ বাংলার ভবিষ্যৎ BJP-র হাতে ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 5, 2019, 2:16 PM IST

Updated : Jun 5, 2019, 2:44 PM IST

কলকাতা, 5 জুন : "পশ্চিমবাংলার ভবিষ্যৎ BJP-র হাতে"। বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে গতকাল বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।

মেদিনীপুর লোকসভা আসনে জিতে গতকাল খড়গপুর সদর বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বিধানসভায় গিয়েছিলেন দিলীপবাবু । বেলা সাড়ে তিনটে নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন । পরে বাইরে বেরিয়ে এসে জানান, 3 বছর তিনি বিধানসভায় ছিলেন । বিধানসভার বিধায়ক, কর্মী, মার্শাল ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল । এটা একটা যাত্রা - ছোট সভা থেকে বড় সভায় যাওয়ার । তবে বিধানসভার সঙ্গে সম্পর্ক থাকবে ।

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

বিধানসভায় কি 2021-এ মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষকে দেখা যাবে ? এর উত্তরে দিলীপবাবু বলেন, "পার্টি আমাকে বিধানসভা লড়তে বলেছিল । লড়েছি । লোকসভা লড়তে বলেছিল । লড়েছি । আবার যদি পার্টি আমাকে অন্য কোনও দায়িত্ব দেয় তখন সেটা বিচার করে দেখব । আপাতত আমি সংসদে যাচ্ছি মেদিনীপুরের সাংসদ হিসেবে । " সেইসঙ্গে বাংলায় BJP-র ভবিষ্যৎ প্রসঙ্গে জানান, লোকসভার সঙ্গে 8টি বিধানসভার উপনির্বাচন হয়েছে । যার 4টি BJP-র দখলে এসেছে । কিন্তু উল্লেখ্য সেগুলির মধ্যে 3টি ছিল তৃণমূল ও 1টি কংগ্রেসের দখলে । মানুষ চাইছে BJP আসুক । "

কলকাতা, 5 জুন : "পশ্চিমবাংলার ভবিষ্যৎ BJP-র হাতে"। বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে গতকাল বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।

মেদিনীপুর লোকসভা আসনে জিতে গতকাল খড়গপুর সদর বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বিধানসভায় গিয়েছিলেন দিলীপবাবু । বেলা সাড়ে তিনটে নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন । পরে বাইরে বেরিয়ে এসে জানান, 3 বছর তিনি বিধানসভায় ছিলেন । বিধানসভার বিধায়ক, কর্মী, মার্শাল ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল । এটা একটা যাত্রা - ছোট সভা থেকে বড় সভায় যাওয়ার । তবে বিধানসভার সঙ্গে সম্পর্ক থাকবে ।

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

বিধানসভায় কি 2021-এ মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষকে দেখা যাবে ? এর উত্তরে দিলীপবাবু বলেন, "পার্টি আমাকে বিধানসভা লড়তে বলেছিল । লড়েছি । লোকসভা লড়তে বলেছিল । লড়েছি । আবার যদি পার্টি আমাকে অন্য কোনও দায়িত্ব দেয় তখন সেটা বিচার করে দেখব । আপাতত আমি সংসদে যাচ্ছি মেদিনীপুরের সাংসদ হিসেবে । " সেইসঙ্গে বাংলায় BJP-র ভবিষ্যৎ প্রসঙ্গে জানান, লোকসভার সঙ্গে 8টি বিধানসভার উপনির্বাচন হয়েছে । যার 4টি BJP-র দখলে এসেছে । কিন্তু উল্লেখ্য সেগুলির মধ্যে 3টি ছিল তৃণমূল ও 1টি কংগ্রেসের দখলে । মানুষ চাইছে BJP আসুক । "

Last Updated : Jun 5, 2019, 2:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.