কলকাতা, 28 মে : "যখন জাহাজ ঝড়ের মুখে পড়ে, জাহাজ একটু টলমল হয় । তখন প্রথমে জাহাজ থেকে কারা লাফ দেয় ? ইঁদুররা লাফ দেয় । কিন্তু ইঁদুররা তখন জানে না যে তারা কোথায় লাফ মারছে । যে ইঁদুররা এখন লাফ দিচ্ছে তারা এখন জানে না যে, ভবিষ্যতে জলে ডুবে মরা ছাড়া তাদের আর কোনও গতি নেই ।" তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় আজ BJP-তে যোগ দিয়েছেন । তাঁর দলবদলকে আজ এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।
লোকসভা ভোটের প্রচারে BJP দাবি করেছিল যে তৃণমূলের অনেক বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । ভোটের ফল প্রকাশের পরেও একই দাবি করেছিলেন BJP নেতারা । তারপরেই আজ শুভ্রাংশু রায় যোগ দিলেন BJP-তে । তাঁর সঙ্গে BJP-তে যোগ দিয়েছেন আরও দুই বিধায়ক সহ রাজ্যের একাধিক পৌরসভার কাউন্সিলররা ।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংবাদিকদের ফিরহাদ হাকিম বলেন, "যে কাজটা BJP করছে, সেই কাজ করে বাংলাকে জয় করা যাবে না । থ্রেট করে, কাউকে অপদস্থ করে, কারও উপর হাঙ্গামা করে বাংলার মানুষের কনফিডেন্স জয় করা যায় না । কোনও না কোনও কারণে কয়েকটা MP এসেছে । কিন্তু তার মানে এই না যে আমাদের মন্ত্রীকে হেনস্থা করে, তাঁকে আটকে দিয়ে, বিক্ষোভ করে মানুষের মন জয় করা যাবে । এটা BJP-র শুরু হওয়ার আগেই শেষ হওয়ার সংকেত ।"
পাশাপাশি BJP-তে নাম লেখানো কর্মীদের কটাক্ষ করে কলকাতার মেয়র বলেন, "এটা কোনও পলিটিকাল ব্যক্তির মানায় না যে কোনও দল কয়েকটা সিট পেয়ে গেল বলে নিজের কনফিডেন্স খুইয়ে গেল গেল রব তুলে ফেলবে । জীবনটাই তো একটা আন্দোলন । আন্দোলন হয়েছে স্বৈরাচারী বামফ্রন্টের বিরুদ্ধে । আজ অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হবে । সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আন্দোলন হবে । চাপে পরে যারা মাথা নত করছেন তারা ভুল করছেন, অন্যায় করছেন ।"