ETV Bharat / state

বাবুলের গান নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে কমিশন

কমিশনের নিষেধাজ্ঞার পরও আসানসোল-দুর্গাপুরে BJP-র বেশ কিছু মিছিলে বাজানো হয় বাবুলের গান। আজ কমিশনের তরফে জেলা নির্বাচন আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট পেলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে কমিশন। কমিশন সূত্রে খবর বাবুলের এই গান বাজানো নিয়ে FIR পর্যন্ত করা হতে পারে।

বাবুল সুপ্রিয় (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 8, 2019, 7:33 PM IST

Updated : Apr 8, 2019, 9:44 PM IST

কলকাতা, 8 এপ্রিল: অনুমতি ছিল না। তার আগেই সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল গান। ব্যবহার করার কথা ছিল BJP-র থিম সং হিসেবে। বিষয়টি নিয়ে আগেই করা হয়েছিল শোকজ়। পরে তাঁর গান সোশাল মিডিয়া সহ সর্বত্র বাজানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত সপ্তাহে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল কমিশন। কিন্তু তারপরও আসানসোল-দুর্গাপুরের বিভিন্ন জায়গায় BJP-র মিছিলে বাজানো হয়েছে সেই গান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কমিশন। আজ কমিশনের তরফে জেলা নির্বাচন আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট পেলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে কমিশন। কমিশন সূত্রে খবর বাবুলের এই গান বাজানো নিয়ে FIR পর্যন্ত করা হতে পারে।

নিয়ম বলছে নির্বাচনী থিম সং তৈরি করতে হলে কিংবা প্রচারে কোনও গান বাজাতে হলে সেই গানের প্রতিটি স্তরে অনুমতি নিতে হয় কমিশনের। বাবুল সুপ্রিয় রাজ্য BJP-র যে নির্বাচনী থিম সং তৈরি করেছেন তার জন্য তিনি অনুমতি নেননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয় কড়া পদক্ষেপ। শোকজ় করা হয় বাবুলকে। সেই শোকজ়ের জবাব ইতিমধ্যেই দিল্লির নির্বাচন সদনে পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারপর BJP-র তরফে সঞ্জয় সিং এই গানের কথার জন্য লিখিত অনুমতি নেওয়ার জন্য আবেদন জমা দেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের MCMC কমিটি। সেই কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় সঞ্জয় সিং-কে। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় গানের বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি রয়েছে। নিয়ম অনুযায়ী MCMC কমিটির আপত্তির কথা নিয়ে BJP আপিল করতে পারত। কিন্তু কমিশন সূত্রে খবর BJP তা করেনি। তারপরেও সোশাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বাজতে থাকে সেই গান। বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারিক সঞ্জয় বসু গত শনিবার জানিয়েছেন, নিষিদ্ধ করা হয়েছে সেই গান। অর্থাৎ সোশাল মিডিয়া সহ সর্বত্র এই গান বাজানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

ভিডিয়োয় শুনুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারিক সঞ্জয় বসুর বক্তব্য

কিন্তু তারপরেও আসানসোল-দুর্গাপুরের বেশ কিছু জায়গায় সেই গান বাজানো হয়। বিষয়টি নজরে আসে কমিশনের। আজ সঞ্জয় বসু বলেন, "বাবুল সুপ্রিয়র গান বাজানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছি।" সূত্রের খবর, এটি বাবুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ। জেলা নির্বাচনী আধিকারিরকের রিপোর্ট এলেই আইনানুগ পদক্ষেপ নেবে কমিশন।

কলকাতা, 8 এপ্রিল: অনুমতি ছিল না। তার আগেই সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল গান। ব্যবহার করার কথা ছিল BJP-র থিম সং হিসেবে। বিষয়টি নিয়ে আগেই করা হয়েছিল শোকজ়। পরে তাঁর গান সোশাল মিডিয়া সহ সর্বত্র বাজানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত সপ্তাহে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল কমিশন। কিন্তু তারপরও আসানসোল-দুর্গাপুরের বিভিন্ন জায়গায় BJP-র মিছিলে বাজানো হয়েছে সেই গান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কমিশন। আজ কমিশনের তরফে জেলা নির্বাচন আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট পেলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে কমিশন। কমিশন সূত্রে খবর বাবুলের এই গান বাজানো নিয়ে FIR পর্যন্ত করা হতে পারে।

নিয়ম বলছে নির্বাচনী থিম সং তৈরি করতে হলে কিংবা প্রচারে কোনও গান বাজাতে হলে সেই গানের প্রতিটি স্তরে অনুমতি নিতে হয় কমিশনের। বাবুল সুপ্রিয় রাজ্য BJP-র যে নির্বাচনী থিম সং তৈরি করেছেন তার জন্য তিনি অনুমতি নেননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয় কড়া পদক্ষেপ। শোকজ় করা হয় বাবুলকে। সেই শোকজ়ের জবাব ইতিমধ্যেই দিল্লির নির্বাচন সদনে পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারপর BJP-র তরফে সঞ্জয় সিং এই গানের কথার জন্য লিখিত অনুমতি নেওয়ার জন্য আবেদন জমা দেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের MCMC কমিটি। সেই কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় সঞ্জয় সিং-কে। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় গানের বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি রয়েছে। নিয়ম অনুযায়ী MCMC কমিটির আপত্তির কথা নিয়ে BJP আপিল করতে পারত। কিন্তু কমিশন সূত্রে খবর BJP তা করেনি। তারপরেও সোশাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বাজতে থাকে সেই গান। বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারিক সঞ্জয় বসু গত শনিবার জানিয়েছেন, নিষিদ্ধ করা হয়েছে সেই গান। অর্থাৎ সোশাল মিডিয়া সহ সর্বত্র এই গান বাজানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

ভিডিয়োয় শুনুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারিক সঞ্জয় বসুর বক্তব্য

কিন্তু তারপরেও আসানসোল-দুর্গাপুরের বেশ কিছু জায়গায় সেই গান বাজানো হয়। বিষয়টি নজরে আসে কমিশনের। আজ সঞ্জয় বসু বলেন, "বাবুল সুপ্রিয়র গান বাজানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছি।" সূত্রের খবর, এটি বাবুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ। জেলা নির্বাচনী আধিকারিরকের রিপোর্ট এলেই আইনানুগ পদক্ষেপ নেবে কমিশন।

Last Updated : Apr 8, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.