ETV Bharat / state

এরকম স্বৈরাচারী সরকার দেখিনি : দিলীপ

আজ BJP-র লালবাজার অভিযান চলাকালীন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের অত্যাচার, এই রকম স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী সরকার আমরা আগে কোনও দিন দেখিনি ।"

দিলীপ
author img

By

Published : Jun 12, 2019, 3:13 PM IST

Updated : Jun 12, 2019, 3:33 PM IST

কলকাতা, 12 জুন : "জঘন্য রাজনীতি চলছে । বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । আমরা এসব বরদাস্ত করব না ।" আজ BJP-র লালবাজার অভিযান চলাকালীন বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পাশপাশি তাঁর অভিযোগ, "বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালিয়েছে পুলিশ । জলকামান ব্যবহারের কোনও কারণ ছিল না ।"

দিলীপবাবু ETV-র প্রতিনিধিকে বলেন, "এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের অত্যাচার, এই রকম স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী সরকার আমরা আগে কোনও দিন দেখিনি । তাই আমরা ভাবতেই পারিনি যে কাছাকাছি যাওয়ার আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে আমাদের লাঠিপেটা করা হবে । টিয়ার গ্যাস, জল কামান চালানো হবে । সাংসদ, বিধায়কদেরও ছাড়া হয়নি । এই রকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা হবে আমরা তা কল্পনা করিনি ।"

দিলীপ ঘোষ আরও জানান, রাজু বন্দ্যোপাধ্যায়সহ একাধিক BJP কর্মী অসুস্থ । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

পাশাপাশি তাঁর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন যে তিনি কোনও কর্মসূচি করতে দেবেন না । অত্যাচার বাড়িয়ে যাবেন । এই রকম অত্যাচারী শাসক আমরা কল্পনাও করিনি । কিন্তু আমরা গণতন্ত্র বাঁচানোর প্রতিজ্ঞা করেছি । আন্দোলন চলতে থাকবে ।"

রাজ্য BJP-র পক্ষ থেকে জানানো হয়েছিল সন্দেশখালিতে BJP কর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে তাদের লালবাজার অভিযান কর্মসূচি । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে অভিযান শুরু করে BJP । এই অভিযান ঘিরে গন্ডগোলের আশঙ্কা আগেই ছিল । প্রশাসনও প্রস্তুত ছিল । তাই মিছিল যে রাস্তা দিয়ে যাবে, সেখানে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল রাজ্য প্রশাসন ।

আশঙ্কা মতো ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে BJP কর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান চালায় পুলিশ । অসুস্থ হন BJP নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়সহ একাধিক BJP কর্মী । পাশাপাশি পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । তারপরেই পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালানোর অভিযোগ ওঠে ।

কলকাতা, 12 জুন : "জঘন্য রাজনীতি চলছে । বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । আমরা এসব বরদাস্ত করব না ।" আজ BJP-র লালবাজার অভিযান চলাকালীন বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । পাশপাশি তাঁর অভিযোগ, "বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালিয়েছে পুলিশ । জলকামান ব্যবহারের কোনও কারণ ছিল না ।"

দিলীপবাবু ETV-র প্রতিনিধিকে বলেন, "এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের অত্যাচার, এই রকম স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী সরকার আমরা আগে কোনও দিন দেখিনি । তাই আমরা ভাবতেই পারিনি যে কাছাকাছি যাওয়ার আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে আমাদের লাঠিপেটা করা হবে । টিয়ার গ্যাস, জল কামান চালানো হবে । সাংসদ, বিধায়কদেরও ছাড়া হয়নি । এই রকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা হবে আমরা তা কল্পনা করিনি ।"

দিলীপ ঘোষ আরও জানান, রাজু বন্দ্যোপাধ্যায়সহ একাধিক BJP কর্মী অসুস্থ । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

পাশাপাশি তাঁর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন যে তিনি কোনও কর্মসূচি করতে দেবেন না । অত্যাচার বাড়িয়ে যাবেন । এই রকম অত্যাচারী শাসক আমরা কল্পনাও করিনি । কিন্তু আমরা গণতন্ত্র বাঁচানোর প্রতিজ্ঞা করেছি । আন্দোলন চলতে থাকবে ।"

রাজ্য BJP-র পক্ষ থেকে জানানো হয়েছিল সন্দেশখালিতে BJP কর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে তাদের লালবাজার অভিযান কর্মসূচি । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে অভিযান শুরু করে BJP । এই অভিযান ঘিরে গন্ডগোলের আশঙ্কা আগেই ছিল । প্রশাসনও প্রস্তুত ছিল । তাই মিছিল যে রাস্তা দিয়ে যাবে, সেখানে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল রাজ্য প্রশাসন ।

আশঙ্কা মতো ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে BJP কর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান চালায় পুলিশ । অসুস্থ হন BJP নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়সহ একাধিক BJP কর্মী । পাশাপাশি পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । তারপরেই পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালানোর অভিযোগ ওঠে ।

Last Updated : Jun 12, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.