ETV Bharat / state

দায়ি জারবন্দী জল ? যাদবপুরে দু'সপ্তাহে জন্ডিসে আক্রান্ত 50 - municipality

15 দিনে জন্ডিসে আক্রান্ত হয়েছেন 50 জন । জারবন্দী জলকেই এজন্য প্রাথমিকভাবে দায়ি করেছেন স্থানীয় কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় ।

জারবন্দী জল
author img

By

Published : May 30, 2019, 11:23 PM IST

Updated : May 31, 2019, 12:07 AM IST

কলকাতা, 30 মে : কলকাতা পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডে যাদবপুর এলাকায় গত 15 দিনে প্রায় 50 জন বাসিন্দা জন্ডিস (হেপাটাইটিস A) -এতে আক্রান্ত । ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় 28 মে চিঠি দিয়ে বিষয়টি পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন । প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আবেদন করেছেন ।

15 দিন আগেই যাদবপুরের গাঙ্গুলিবাগানের বাসিন্দা সৌভিক চৌধুরি (21)-র হেপাটাইটিস A- ধরা পড়েছে । একই পরিবারের আরও দু'জন সঞ্চারী দত্ত ও শ্রেয়শী দত্তও আক্রান্ত হেপাটাইটিস A-তে ।

একই সঙ্গে এলাকার এতজন বাসিন্দা হেপাটাইটিস-A তে আক্রান্ত হওয়ার পিছনে কারণ কী ?

99 নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দাই জারবন্দী কেনা জলের উপরই নির্ভরশীল । যদিও এলাকায় গার্ডেনরিচের পরিস্রুত জল সরবরাহ করা হয় । কিন্তু অধিকাংশ এলাকাবাসীই সেই জল পান না ।

এই বিষয়ে আজ ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, যাদবপুরে গাঙ্গুলিবাগানে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই । যদিও আজ সকালেই স্বাস্থ্য দপ্তরের পৌরকর্মীরা এলাকা পরিদর্শনে যায় । হেপাটাইটিস- A আক্রান্তদের বাড়ির লোকের সঙ্গেও কথা বলে । জানতে চাওয়া হয় কোন জল তারা ব্যবহার করে ? বাইরের খাবার খায় কি না ? খেলেও কী ধরনের খাবার তারা এই 15 দিনে খেয়েছে ? সেইসঙ্গে তারা এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পরীক্ষার জন্য ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এইবিষয়ে কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় জানান, কী কারণে এতজন এলাকাবাসী আক্রান্ত হয়েছেন সেটা খুঁজে বার করতে হবে । কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখতে হবে ।

উল্লেখ্য, দেড় বছর আগেও যাদবপুরের বিভিন্ন এলাকায় জারবন্দী জল থেকেই ছড়িয়েছিল ডায়ারিয়া । সেই সময় জারবন্দী জলের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল কলকাতা পৌরনিগম । তবে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করেনি পৌরনিগম ।

কলকাতা, 30 মে : কলকাতা পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডে যাদবপুর এলাকায় গত 15 দিনে প্রায় 50 জন বাসিন্দা জন্ডিস (হেপাটাইটিস A) -এতে আক্রান্ত । ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় 28 মে চিঠি দিয়ে বিষয়টি পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন । প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আবেদন করেছেন ।

15 দিন আগেই যাদবপুরের গাঙ্গুলিবাগানের বাসিন্দা সৌভিক চৌধুরি (21)-র হেপাটাইটিস A- ধরা পড়েছে । একই পরিবারের আরও দু'জন সঞ্চারী দত্ত ও শ্রেয়শী দত্তও আক্রান্ত হেপাটাইটিস A-তে ।

একই সঙ্গে এলাকার এতজন বাসিন্দা হেপাটাইটিস-A তে আক্রান্ত হওয়ার পিছনে কারণ কী ?

99 নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দাই জারবন্দী কেনা জলের উপরই নির্ভরশীল । যদিও এলাকায় গার্ডেনরিচের পরিস্রুত জল সরবরাহ করা হয় । কিন্তু অধিকাংশ এলাকাবাসীই সেই জল পান না ।

এই বিষয়ে আজ ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, যাদবপুরে গাঙ্গুলিবাগানে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই । যদিও আজ সকালেই স্বাস্থ্য দপ্তরের পৌরকর্মীরা এলাকা পরিদর্শনে যায় । হেপাটাইটিস- A আক্রান্তদের বাড়ির লোকের সঙ্গেও কথা বলে । জানতে চাওয়া হয় কোন জল তারা ব্যবহার করে ? বাইরের খাবার খায় কি না ? খেলেও কী ধরনের খাবার তারা এই 15 দিনে খেয়েছে ? সেইসঙ্গে তারা এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পরীক্ষার জন্য ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এইবিষয়ে কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় জানান, কী কারণে এতজন এলাকাবাসী আক্রান্ত হয়েছেন সেটা খুঁজে বার করতে হবে । কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখতে হবে ।

উল্লেখ্য, দেড় বছর আগেও যাদবপুরের বিভিন্ন এলাকায় জারবন্দী জল থেকেই ছড়িয়েছিল ডায়ারিয়া । সেই সময় জারবন্দী জলের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল কলকাতা পৌরনিগম । তবে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করেনি পৌরনিগম ।

sample description
Last Updated : May 31, 2019, 12:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.