ETV Bharat / state

অতিক্রান্ত 100 ঘণ্টা, বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন চলছেই - kolkata

অনশনের 100 ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের তরফে মেলেনি কোনও প্রতিশ্রুতি । ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো ও 14 জন শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে অনশনে বসেন UUPTWA-এর শিক্ষক- শিক্ষিকারা।

বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন
author img

By

Published : Jul 17, 2019, 8:43 PM IST

কলকাতা, 17 জুলাই : অতিক্রান্ত অনশনের 100 ঘণ্টা । কিন্তু, প্রশাসনের তরফে মেলেনি কোনও প্রতিশ্রুতি । দাবি আদায়ের লড়াইয়ে অনড় অনশনকারী প্রাথমিক শিক্ষকরা । গত শনিবার বেলা 12টা থেকে অবস্থানের পাশাপাশি অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা ।

teachers agitation
বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন

আরও পড়ুন : অনশনের 48 ঘণ্টা অতিক্রান্ত, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রাথমিক শিক্ষকদের

অনশনকারীদের বক্তব্য, সরকার বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু প্রতিশ্রুতি রাখেনি । যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি কারও সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন না । তিনি সব প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করবেন । তবে তা মেনে নিতে নারাজ অনশনকারীরা ।

আজকের পরিস্থিতি নিয়ে UUPTWA-এর কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে।"

কলকাতা, 17 জুলাই : অতিক্রান্ত অনশনের 100 ঘণ্টা । কিন্তু, প্রশাসনের তরফে মেলেনি কোনও প্রতিশ্রুতি । দাবি আদায়ের লড়াইয়ে অনড় অনশনকারী প্রাথমিক শিক্ষকরা । গত শনিবার বেলা 12টা থেকে অবস্থানের পাশাপাশি অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা ।

teachers agitation
বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন

আরও পড়ুন : অনশনের 48 ঘণ্টা অতিক্রান্ত, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রাথমিক শিক্ষকদের

অনশনকারীদের বক্তব্য, সরকার বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু প্রতিশ্রুতি রাখেনি । যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি কারও সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন না । তিনি সব প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করবেন । তবে তা মেনে নিতে নারাজ অনশনকারীরা ।

আজকের পরিস্থিতি নিয়ে UUPTWA-এর কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে।"

Intro:কলকাতা, ১৭ জুলাই: অনশনের ১০০ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো বার্তা না পেয়ে দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা আন্দোলনে ২০ জন অনশন শুরু করলেও অসুস্থ হয়ে অনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন দু-জন। বাকি ১৮ জন ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো ও তাঁদের ১৪ জন শিক্ষক-শিক্ষিকার ট্রান্সফার অর্ডার বাতিল করে তাঁদের নিজ নিজ স্কুলে পুনর্বহাল করার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

Body:অনশনকারীদের বক্তব্য, বহুবার রাস্তায় নামার পর সরকারের তরফ থেকে শুধু আশ্বাস পেয়েছেন। সেই আশ্বাস বা প্রতিশ্রুতি রাখেনি সরকার। তাই শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে এসে সল্টলেকে উন্নয়ন ভবনের সামনে এসে অবস্থান শুরু করেন তাঁরা। শনিবার দাবি আদায়ের জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন তাঁরা। শুরু করেন অনশন। এরই মধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই আন্দোলনের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি কারো সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন না। তিনি সব প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করবেন। যা মেনে নিতে নারাজ অনশনকারী উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, কোনও শিক্ষক যদি স্কুল কামাই করে আন্দোলনে আসেন তাহলে তাঁদের আর ছুটি অ্যাডজাস্ট করা হবে না। যার পাল্টা জবাবও দিয়েছেন অনশনকারীরা। আজকের পরিস্থিতি নিয়ে UUPTWA-এর কোর কমিটির সদস্য চন্দন চ্যাটার্জি বলেন, "আজকে তো আমাদের অনুষ্ঠান চলছে। জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছেন। সকালে বিধায়ক আলি ইমরান রামজ এসেছিলেন। তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বিষয়টা নিয়ে কথা বলবেন খুব তাড়াতাড়ি। অনশনকারীরা সার্বিকভাবে এখনও সুস্থ রয়েছেন। জানি না কতক্ষণ থাকবেন।"

সরকারের ভূমিকা নিয়ে চন্দন চ্যাটার্জি বলেন, "এখনও পর্যন্ত সরকারের থেকে কিছু বার্তা পায়নি। উল্টে সরকার আবার ভয় দেখানো শুরু করেছে যে, শো-কজ করা হবে প্রত্যেককে যে কীভাবে আন্দোলন চলছে। সরকার ভয় পেয়েছে তাই ভয় দেখাচ্ছে। এটাতো ওনাদের বোঝা উচিত যে, শিক্ষকরা ছুটি নিয়েই আসেন। যত এই সব ভয় চমক দেখাবেন তত মিছিলে লোক বাড়বে। সরকার নিজের চরিত্রটা তুলে ধরছে। এই সরকার যেমন নিজে মিথ্যাবাদী, তেমনিই সবাইকে ভাবছে। যদিও, আদতে এখানে যাঁরা এসেছেন তাঁরা ছুটি নিয়েই এসেছেন।"
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.