কলকাতা, 17 জুলাই : অতিক্রান্ত অনশনের 100 ঘণ্টা । কিন্তু, প্রশাসনের তরফে মেলেনি কোনও প্রতিশ্রুতি । দাবি আদায়ের লড়াইয়ে অনড় অনশনকারী প্রাথমিক শিক্ষকরা । গত শনিবার বেলা 12টা থেকে অবস্থানের পাশাপাশি অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা ।
আরও পড়ুন : অনশনের 48 ঘণ্টা অতিক্রান্ত, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রাথমিক শিক্ষকদের
অনশনকারীদের বক্তব্য, সরকার বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু প্রতিশ্রুতি রাখেনি । যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি কারও সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন না । তিনি সব প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করবেন । তবে তা মেনে নিতে নারাজ অনশনকারীরা ।
আজকের পরিস্থিতি নিয়ে UUPTWA-এর কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে।"