ETV Bharat / state

নিয়োগ ও বেতন কাঠামো বদলের দাবিতে মিছিল PTTI ছাত্রছাত্রীদের - PTTI, Rally, Sitting Demonstration

2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো বদল করতে হবে। এই দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

author img

By

Published : Apr 10, 2019, 9:06 PM IST

কলকাতা, 10 এপ্রিল : 2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান করেন তাঁরা। তারপর পাঁচজন সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন।

এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "এই PTTI-দের নিয়োগ করার জন্য আমাদের সমস্ত আন্দোলনেই তখন মমতা ব্যানার্জি ছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2005-06 সেশন পর্যন্ত বঞ্চিত PTTI-দের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই ওঁকে 15 দিন সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাদের সঙ্গে গত মাসের 30 তারিখ বসেছিলেন। উনি দু-একদিনের মধ্যে আমাদের সঙ্গে আবার বসবেন বলেছেন। যদি 15 দিনের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ না নেন তাহলে আমরা আমরণ অনশনে বসছি।"

প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা হতে গেলে প্রয়োজন PTTI সার্টিফিকেটের। 2005-06 সেশন পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় সারা রাজ্যের PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সংসদে বিল পাস করিয়ে কেন্দ্রের আইন পরিবর্তন করে PTTI সার্টিফিকেট বৈধতা পায়।

কলকাতা, 10 এপ্রিল : 2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান করেন তাঁরা। তারপর পাঁচজন সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন।

এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "এই PTTI-দের নিয়োগ করার জন্য আমাদের সমস্ত আন্দোলনেই তখন মমতা ব্যানার্জি ছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2005-06 সেশন পর্যন্ত বঞ্চিত PTTI-দের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই ওঁকে 15 দিন সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাদের সঙ্গে গত মাসের 30 তারিখ বসেছিলেন। উনি দু-একদিনের মধ্যে আমাদের সঙ্গে আবার বসবেন বলেছেন। যদি 15 দিনের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ না নেন তাহলে আমরা আমরণ অনশনে বসছি।"

প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা হতে গেলে প্রয়োজন PTTI সার্টিফিকেটের। 2005-06 সেশন পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় সারা রাজ্যের PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সংসদে বিল পাস করিয়ে কেন্দ্রের আইন পরিবর্তন করে PTTI সার্টিফিকেট বৈধতা পায়।

Intro:কলকাতা, ১০ এপ্রিল: ২০০৫-’০৬ সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা Y চ্যানেল পর্যন্ত মিছিল করল PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান করেন তাঁরা। তারপর সেখান থেকে তাঁদের পাঁচজন সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানাচ্ছেন, তাঁরা সরকারকে ১৫ দিন সময় দিচ্ছেন। তার মধ্যে সরকারের তরফ থেকে কোনও সদুত্তর না পেলে এবার আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করবেন তাঁরা।
Body:ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, “সেন্ট্রাল মেট্রো ফিরিঙ্গি কালীবাড়ির ওখান থেকে আমাদের মিছিল হয়। কয়েক হাজার PTTI ছাত্র-ছাত্রী এখানে যোগ দেন। আমরা ধর্মতলা Y চ্যানেলে ঢোকার আগে কেসি দাশ ক্রসিং প্রায় ১৭ মিনিট অবরুদ্ধ করে রাখি। Y চ্যানেলে এসে আমরা অবস্থান করি। তারপর তিনটের সময় আমাদের একজন প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর দপ্তরে যায়। আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে আমাদের ডেপুটেশনের কপি জমা দিই।” অভিযোগ, ক্ষমতায় আসার আগে ২০০৫ সাল থেকে PTTI-দের সমস্ত আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ২০১১ সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে রাজ্যের PTTI ছাত্র-ছাত্রীদের তিন বছরে নিয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এ বিষয়ে পিন্টু পাড়ুই বলেন, “মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১১ সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে যে, ২০০৫-’০৬ সেশন পর্যন্ত বঞ্চিত PTTI-দের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। জাতি মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখতে বাধ্য হন তাই ওনাকে ১৫ দিন সময় দিয়েছি। শিক্ষা মন্ত্রী ও আমাদের সঙ্গে গত ৩০ তারিখ বসেছিলেন। উনি দু'এক দিনের মধ্যে আমাদের সঙ্গে আবার বসবেন বলেছেন। যদি ১৫ দিনের মধ্যে কোনো সদর্থক পদক্ষেপ না নেয় তাহলে আমরা আমরণ অনশনে বসছি এই ভোটের মধ্যেই।”

প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা হতে গেলে প্রয়োজন PTTI সার্টিফিকেটের। রাজ্য সরকারের প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। ২০০৫-’০৬ সেশন পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় সারা রাজ্যের PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সংসদে বিল পাস করিয়ে কেন্দ্রের আইন পরিবর্তন করে PTTI সার্টিফিকেট বৈধতা পায়। পিন্টু পারুই বলেন, “এই PTTI-দের নিয়োগ করার জন্য আমাদের সমস্ত আন্দোলনেই তখন মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা ওনার আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম। ক্ষমতায় এসে ২০১১ সালে প্রথম প্রেস কনফারেন্স করে রাইটার্সে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে, আমি ক্ষমতায় এসেছি ২০১১ সালে। তিন বছরে এই সমস্ত PTTI-দের তিন ধাপে নিয়োগ করে আমি এই সমস্যার সমাধান করব। কিন্তু বাস্তবে তিনি সেটা এক ইঞ্চিও করেননি। এই প্রতিশ্রুতি তিনি যাতে রাখতে বাধ্য হন এটা এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ ও এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায়। সারা ভারতের নায়ক পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো করা হয় সেই দাবি তোলা হয়েছিল আজকে আন্দোলনে।” যোগ্যতা উচ্চমাধ্যমিক হয়ে গেলেও এখনও মাধ্যমিকের বেতন কাঠামো রয়েছে পশ্চিমবঙ্গে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.