ETV Bharat / state

বেনিয়াপুকুরে মধুচক্রের আসর, গ্রেপ্তার 8

author img

By

Published : Jul 9, 2019, 5:58 AM IST

বেনিয়াপুকুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে মাসাজ পার্লারের আড়ালে চলছিল মধুচক্রের আসর । সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 9 জুলাই: এলাকাটা ঘিঞ্জি । চারপাশে গৃহস্থ বাড়ি । তার মাঝে রোজই লেগে থাকত অপরিচিতদের আনাগোনা । শুধু পুরুষ নয় । মহিলাদেরও । ক্রমশ বিষিয়ে উঠছিল পরিবেশ । খারাপ কিছু ঘটছে বুঝতে পেরে বেনিয়াপুকুরের ওই এলাকার বাসিন্দাদের কেউ খবর দেয় পুলিশে । তৎপর হয় পুলিশ । জানা যায়, সেখানে বসে মধুচক্রের আসর । গতকাল সেখানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। তাদের 5 জনই মহিলা ।

ফ্ল্যাট ভাড়া নিয়ে মাসাজ পার্লার । খবরের কাগজ আর রাস্তায় লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপন । কলকাতার সব প্রান্তেই গজিয়ে উঠেছে এই ধরনের পার্লার । অভিযোগ জুলি, শেলি ইত্যাদি নামের মাসাজ পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসার আসর । টাকা ফেললেই দেদার ফুর্তি । আবার সম্প্রতি বালিগঞ্জের এক হোটেল থেকে উদ্ধার করা হয় নাবালিকাদের । সেই ঘটনায় কয়েকজন কাস্টমার সহ হোটেলের ম্যানেজার এবং নাবালিকা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ । সেই ঘটনার পরদিনই গড়িয়াহাট থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউ-এর একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ । সেখানে মাসাজ পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় 11 জনকে ।

একের পরে এক ধরপাকড়ের পরেও হুঁশ ফেরেনি মধুচক্রের কারবারিদের । স্থানীয় সূত্রে পুলিশ খবর পায়, 4 নম্বর ওয়েস্ট রেঞ্জ রোডে একটি ফ্ল্যাটে চালানো হচ্ছে মধুচক্র । ফ্ল্যাটটিতে নজর রাখে পুলিশ । নিশ্চিত হওয়ার পর চালানো হয় অভিযান । সামাজিক সম্মানের স্বার্থে ধৃতদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ ।

কলকাতা, 9 জুলাই: এলাকাটা ঘিঞ্জি । চারপাশে গৃহস্থ বাড়ি । তার মাঝে রোজই লেগে থাকত অপরিচিতদের আনাগোনা । শুধু পুরুষ নয় । মহিলাদেরও । ক্রমশ বিষিয়ে উঠছিল পরিবেশ । খারাপ কিছু ঘটছে বুঝতে পেরে বেনিয়াপুকুরের ওই এলাকার বাসিন্দাদের কেউ খবর দেয় পুলিশে । তৎপর হয় পুলিশ । জানা যায়, সেখানে বসে মধুচক্রের আসর । গতকাল সেখানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। তাদের 5 জনই মহিলা ।

ফ্ল্যাট ভাড়া নিয়ে মাসাজ পার্লার । খবরের কাগজ আর রাস্তায় লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপন । কলকাতার সব প্রান্তেই গজিয়ে উঠেছে এই ধরনের পার্লার । অভিযোগ জুলি, শেলি ইত্যাদি নামের মাসাজ পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসার আসর । টাকা ফেললেই দেদার ফুর্তি । আবার সম্প্রতি বালিগঞ্জের এক হোটেল থেকে উদ্ধার করা হয় নাবালিকাদের । সেই ঘটনায় কয়েকজন কাস্টমার সহ হোটেলের ম্যানেজার এবং নাবালিকা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ । সেই ঘটনার পরদিনই গড়িয়াহাট থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউ-এর একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ । সেখানে মাসাজ পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় 11 জনকে ।

একের পরে এক ধরপাকড়ের পরেও হুঁশ ফেরেনি মধুচক্রের কারবারিদের । স্থানীয় সূত্রে পুলিশ খবর পায়, 4 নম্বর ওয়েস্ট রেঞ্জ রোডে একটি ফ্ল্যাটে চালানো হচ্ছে মধুচক্র । ফ্ল্যাটটিতে নজর রাখে পুলিশ । নিশ্চিত হওয়ার পর চালানো হয় অভিযান । সামাজিক সম্মানের স্বার্থে ধৃতদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ ।

Intro:কলকাতা, ৮ জুলাই: এলাকাটা ঘিঞ্জি। চারপাশে গৃহস্থ বাড়ি। তার মাঝে রোজই লেগে থাকত অপরিচিতদের আনাগোনা। শুধু পুরুষ নয়। মহিলাদেরও। ক্রমশ বিষিয়ে উঠছিল পরিবেশ। খারাপ কিছু ঘটছে বুঝতে পেরে এলাকাবাসীদের কেউ খবর দেয় পুলিশে। তৎপর হয় পুলিশ। জানা যায়, সেখানে বসে মধুচক্রের আসর। আজ সেখানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। তাদের পাঁচজনই মহিলা।
Body:কখনো ফ্ল্যাট ভাড়া নিয়ে মেসেজ পার্লার। খবরের কাগজ আর রাস্তায় লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপন। কলকাতার সব প্রান্তেই গজিয়ে উঠেছে এই ধরনের পার্লার। অভিযোগ জুলি,শেলী ইত্যাদি নামের ম্যাসেজ পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসার আসর। টাকা ফেললেই দেদার ফুর্তি। আবার সম্প্রতি বালিগঞ্জের এক হোটেলে উদ্ধার করা হয় নাবালিকাদের। বেশ কয়েকজন কাস্টমার সহ হোটেলের ম্যানেজার এবং নাবালিকা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিনই গরিহাট থানা এলাকার রাসবিহারী এভিনিউ হানা দেয় পুলিশ। সেখানে একটি ফ্ল্যাটে ম্যাসেজ পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয় 11 জনকে।Conclusion:একের পরে এক ধরপাকড়ের পরেও হুঁশ ফেরেনি মধুচক্রের কারবারীদের। স্থানীয় সূত্রে পুলিশ খবর পায়, 4 নম্বর ওয়েস্ট রেঞ্জ রোডের একটি মাঝারি মানের খাটে চালানো হচ্ছে মধুচক্র। ফ্ল্যাটটিতে এক নজর রাখে পুলিশ। নিশ্চিত হওয়ার পর চালানো হয় অভিযান। সামাজিক সুরক্ষা সাথে ধৃতদের নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.