কলকাতা, ২০ ফেব্রুয়ারি : শ্মশানে দাহ করতে গিয়ে বানে ভেসে মৃত্যু হল একজনের। নিখোঁজ একজন। তাঁর খোঁজে গতরাতে উত্তর বন্দর থানা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা তল্লাশি চালায়। আজও তল্লাশি চলছে।
গতরাতে সাড়ে এগারোটা নাগাদ নিমতলা ঘাটে ৯ জনের একটি দল শেষকৃত্যের কাজে যায়। তারা ঘাটের পাশে ছিল। সেই সময় নদীতে বান আসে। বানে ৯ জনই ভেসে যায়। স্থানীয়রা পরে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় উত্তর বন্দর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা। মাঝরাতে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম প্রসেনজিৎ মজুমদার (৩২)। আরও একজন নিখোঁজ। তার খোঁজে ডুবুরিরা তল্লাশি চালায়। পরে গঙ্গায় বানের জন্য উদ্ধারকার্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ দুপুর ১২টা নাগাদ ফের ডুবুরি নামানো হয়েছে। পুলিশের বক্তব্য, বানের সময় যাতে কেউ ভেসে না যান সেজন্য ঘাটের নিচে লোহার রেলিং দেওয়া রয়েছে। কিন্তু, গতরাতে স্রোতের তোড়ে লোহার রেলিংও ভেঙে গেছিল।