ETV Bharat / state

বোলপুরে ডাইনি অপবাদে মহিলাকে মারধর, পরে সপরিবারে গ্রামছাড়া - Woman beaten on suspicion of witchcraft

বোলপুরে ডাইনি অপবাদে গতকাল গ্রামছাড়া করা হয়েছে ওই মহিলাকে ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

বোলপুর
বোলপুর
author img

By

Published : Jul 22, 2020, 6:50 PM IST

বোলপুর, 22 জুলাই : ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধর ৷ পরে গ্রাম ছাড়তেও বাধ্য করা হল ৷ বোলপুরের ঘটনা ৷ এবিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷

বোলপুর থানার সিয়ান-মুলুক এলাকা ৷ এখানেই এক আদিবাসী অধ্যুষিত গ্রামে সপরিবারে থাকেন মহিলা ৷ স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, এলাকায় গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । পাশাপাশি গোরু, ছাগল, হাঁস-মুরগির মৃত্যু হয়েছে ৷ এরপর থেকেই গ্রামের একাংশের মধ্যে সন্দেহ দানা বাঁধে ৷ সন্দেহ শুরু হয় ওই মহিলাকে ঘিরে ৷ তাঁদের অভিযোগ, এলাকায় ওই মহিলার উপস্থিতির জেরেই এধরনের ঘটনা ঘটছে ৷ মানুষের সঙ্গে পশু-পাখিরও মৃত্যু হচ্ছে ৷ এরপরই ওই মহিলার উপর চড়াও হয় গ্রামের লোকজন । তাঁকে মারধর করা হয় । পরে পুরো পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ । মহিলার পরিবারের তরফে জানা গেছে, গতকাল বিকেল থেকে তারা গ্রামছাড়া । রাতের দিকে বোলপুরে তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেন ৷ সকালে বোলপুর থানায় অভিযোগ করেন তাঁরা ।

বোলপুরে ডাইনি অপবাদে মহিলাকে মারধর

এবিষয়ে ওই মহিলা বলেন, "আমায় ডাইনি বলছে গ্রামের লোকজন । গ্রামে গোরু, ছাগল, হাঁস, মুরগি মরছে ৷ আর ওরা বলছে, আমি নাকি গ্রামের খারাপ করছি ৷ দিনকয়েক আগে আমার ছেলেকেও কুকুরে কামড়েছে ৷ ওরা বলছে, আমি ডাইনি ৷ আমি কি নিজের ছেলের ক্ষতি করব ? গতকাল সবাই আমার বাড়িতে চড়াও হয় ৷ কারও মুখ আর হাত কিছুই থামছিল না ৷ কাল রাতে বাইরে ছিলাম ৷ এখনও বাড়ি ঢুকতে পারিনি ৷ আমাদের সবাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ।"

ওই মহিলার ছেলে বলেন, "গ্রামের লোকজন ওঝার কাছে গেছিল ৷ তারপর বলতে শুরু করে, গ্রামে নাকি ডাইনিকে খুঁজে পাওয়া গেছে ৷ আমার মাকে ডাইনি অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে ৷ পরিবারের ছোটো-ছোটো ছেলে-মেয়েকে নিয়ে এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছি ৷ ঘরে ঢুকলেই মারার হুমকি দিচ্ছে ৷"

বোলপুর, 22 জুলাই : ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধর ৷ পরে গ্রাম ছাড়তেও বাধ্য করা হল ৷ বোলপুরের ঘটনা ৷ এবিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷

বোলপুর থানার সিয়ান-মুলুক এলাকা ৷ এখানেই এক আদিবাসী অধ্যুষিত গ্রামে সপরিবারে থাকেন মহিলা ৷ স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, এলাকায় গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । পাশাপাশি গোরু, ছাগল, হাঁস-মুরগির মৃত্যু হয়েছে ৷ এরপর থেকেই গ্রামের একাংশের মধ্যে সন্দেহ দানা বাঁধে ৷ সন্দেহ শুরু হয় ওই মহিলাকে ঘিরে ৷ তাঁদের অভিযোগ, এলাকায় ওই মহিলার উপস্থিতির জেরেই এধরনের ঘটনা ঘটছে ৷ মানুষের সঙ্গে পশু-পাখিরও মৃত্যু হচ্ছে ৷ এরপরই ওই মহিলার উপর চড়াও হয় গ্রামের লোকজন । তাঁকে মারধর করা হয় । পরে পুরো পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ । মহিলার পরিবারের তরফে জানা গেছে, গতকাল বিকেল থেকে তারা গ্রামছাড়া । রাতের দিকে বোলপুরে তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেন ৷ সকালে বোলপুর থানায় অভিযোগ করেন তাঁরা ।

বোলপুরে ডাইনি অপবাদে মহিলাকে মারধর

এবিষয়ে ওই মহিলা বলেন, "আমায় ডাইনি বলছে গ্রামের লোকজন । গ্রামে গোরু, ছাগল, হাঁস, মুরগি মরছে ৷ আর ওরা বলছে, আমি নাকি গ্রামের খারাপ করছি ৷ দিনকয়েক আগে আমার ছেলেকেও কুকুরে কামড়েছে ৷ ওরা বলছে, আমি ডাইনি ৷ আমি কি নিজের ছেলের ক্ষতি করব ? গতকাল সবাই আমার বাড়িতে চড়াও হয় ৷ কারও মুখ আর হাত কিছুই থামছিল না ৷ কাল রাতে বাইরে ছিলাম ৷ এখনও বাড়ি ঢুকতে পারিনি ৷ আমাদের সবাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ।"

ওই মহিলার ছেলে বলেন, "গ্রামের লোকজন ওঝার কাছে গেছিল ৷ তারপর বলতে শুরু করে, গ্রামে নাকি ডাইনিকে খুঁজে পাওয়া গেছে ৷ আমার মাকে ডাইনি অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে ৷ পরিবারের ছোটো-ছোটো ছেলে-মেয়েকে নিয়ে এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছি ৷ ঘরে ঢুকলেই মারার হুমকি দিচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.