ETV Bharat / state

"মারামারি করলে ফার্স্ট হব", সুস্থ হয়ে পুরোনো ফর্মে অনুব্রত - অসুস্থতার কারণে আসতে পারেননি অনুব্রত মণ্ডল

শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পরে দলীয় কার্যালয়ে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ সেখানে পুরোনো ফর্মে দেখা গেল তাঁকে ৷

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 5, 2019, 2:16 AM IST

বোলপুর, 5 অগাস্ট : অসুস্থতার কারণে এতদিন আসতে পারেননি ৷ 34 দিন পর গতকাল বোলপুরের দলীয় কার্যালয়ে এলেন অনুব্রত মণ্ডল ৷ ফিরেই পুরোনো মেজাজে দেখা গেল তাঁকে ৷ কেমন আছেন জিজ্ঞাসা করা হলে তাঁর জবাব, "খুব ভালো ৷ মারামারি করতে দিলে ফার্স্ট হব ৷"

কয়েকদিন ভরতি ছিলেন SSKM হাসপাতালে ৷ 10 জুলাই হয় অস্ত্রোপচার ৷ চারদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই কাটাতে হচ্ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷ থাকতে পারেননি 21 জুলাইয়ের শহিদ সমাবেশ ও নানুরের শহিদ স্মরণ সভাতেও ৷ বাড়ি থেকেই দলের বিভিন্ন কর্মসূচির উপর নজর রাখছিলেন ৷

এই সংক্রান্ত আরও খবর : অসুস্থ অনুব্রত, SSKM-এ মমতা

অনেকদিন পর গতকাল বোলপুরের দলীয় কার্যালয়ে দেখা গেল তাঁকে ৷ জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । পরে বলেন, "এসে ভালো লাগছে ৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷" আজ জেলা কমিটির বৈঠকেও যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : অসুস্থ অনুব্রত, 21-এর মনিটরিং করছেন ঘর থেকেই

বোলপুর, 5 অগাস্ট : অসুস্থতার কারণে এতদিন আসতে পারেননি ৷ 34 দিন পর গতকাল বোলপুরের দলীয় কার্যালয়ে এলেন অনুব্রত মণ্ডল ৷ ফিরেই পুরোনো মেজাজে দেখা গেল তাঁকে ৷ কেমন আছেন জিজ্ঞাসা করা হলে তাঁর জবাব, "খুব ভালো ৷ মারামারি করতে দিলে ফার্স্ট হব ৷"

কয়েকদিন ভরতি ছিলেন SSKM হাসপাতালে ৷ 10 জুলাই হয় অস্ত্রোপচার ৷ চারদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই কাটাতে হচ্ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷ থাকতে পারেননি 21 জুলাইয়ের শহিদ সমাবেশ ও নানুরের শহিদ স্মরণ সভাতেও ৷ বাড়ি থেকেই দলের বিভিন্ন কর্মসূচির উপর নজর রাখছিলেন ৷

এই সংক্রান্ত আরও খবর : অসুস্থ অনুব্রত, SSKM-এ মমতা

অনেকদিন পর গতকাল বোলপুরের দলীয় কার্যালয়ে দেখা গেল তাঁকে ৷ জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন । পরে বলেন, "এসে ভালো লাগছে ৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷" আজ জেলা কমিটির বৈঠকেও যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : অসুস্থ অনুব্রত, 21-এর মনিটরিং করছেন ঘর থেকেই

Intro:বোলপুর, ৪ আগস্টঃ "মারামারি করলে ফাস্ট হব"। কেমন আছেন জিজ্ঞাসা করা হলে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ৩৪ দিন পর সুস্থ হয়ে বোলপুরে দলীয় কার্যালয় এলেন তিনি। আগামী কাল জেলা কমিটির বৈঠকে যোগ দেবেন।Body:বোলপুর, ৪ আগস্টঃ "মারামারি করলে ফাস্ট হব"। কেমন আছেন জিজ্ঞাসা করা হলে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ৩৪ দিন পর সুস্থ হয়ে বোলপুরে দলীয় কার্যালয় এলেন তিনি। আগামী কাল জেলা কমিটির বৈঠকে যোগ দেবেন।

শারীরিক অসুস্থতার জন্য SSKM হাসপাতালে ভর্তি হতে হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়। এরপর দীর্ঘ দিন কলকাতার বাড়িতেই ছিলেন। প্রায় ৩৪ দিন পর সুস্থ হয়ে বোলপুর দলীয় কার্যালয়ে আসেন তিনি। জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। দীর্ঘ দিন পর দলীয় কার্যালয়ে এসে ভালো লাগছে এমনটাই জানান তিনি।
এদিন অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয় এখন কেমন আছেন? তিনি বলেন, "খুব ভালো। মারামারি করতে গেলে ফাস্ট হব।"
শারীরিক অসুস্থার জন্য এই প্রথম কলকাতায় ২১ জুলাই শহীদ স্মরণ সভা ও ২৭ জুলাই নানুরে শহীদ স্মরণ সভায় দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। এমনকি, বীরভূমে তাঁকে ছাড়াই 'দিদিকে বলো' কর্মসূচিও পালন করতে হয়েছে দলের অন্যান্য নেতৃত্বকে।Conclusion:সোমবার জেলা কমিটির বৈঠকে যোগ দেবেন অনুব্রত মণ্ডল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.